• খেলাধুলা

কোহলির যে ছবি টুইট করে ফের সমালোচিত আইসিসি

  • খেলাধুলা
  • ০৫ জুন, ২০১৯ ২০:৪৮:৫২

আজ (বুধবার) ভারত বনাম দ. আফ্রিকা ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আইসিসি। আর সে ছবি প্রকাশেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মেতে ওঠে নেটিজেন। সেই পোস্টের কমেন্টে এই ছবি নিয়ে অনেকেই ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক মন্তব্য করেছেন। আইসিসির আপলোড করা ছবিতে দেখা যায়- মাথায় রাজার মুকুট নিয়ে সিংহাসনে বসে আছেন কোহলি। তার পায়ের কাছে হেলমেট রাখা হয়েছে। এক হাতে বল ও অন্য হাতে ব্যাট ধরে আছেন কোহলি। ছবির ক্যাপশন হিসাবে রাজার মুকুটের ইমোজি ব্যবহার করা হয়েছে। ছবিটির মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, কোহলিকে রাজা বানিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকে কি জানাতে চায়? অনেকেই এর জবাব নিজেরাই দিয়েছেন। তারা বলছেন, ভারত বলেই আইসিসি বাড়তি প্রচারণা করছে। কোহলিকে রাজা বানিয়ে বিশ্ব ক্রিকেটে তাকে সবার ওপরে দেখানোর চেষ্টা করছে আইসিসি।

মন্তব্য ( ০)





  • company_logo