• জাতীয়

রোহিঙ্গা সংকট নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়
  • ১৩ জুন, ২০১৯ ১২:৫০:২৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার মিথ্যাচার করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, রোহিঙ্গারা ফেরত না গেলে ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত যায়নি উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের মিত্রদের সঙ্গে আলোচনা চলছে। এসময় আবদুল মোমেন বলেন, আগামী মাসে চীন সফরে রোহিঙ্গা সংকটের বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo