• জাতীয়

মাদকাসক্ত ড্রাইভারের হাতে গাড়ির স্টিয়ারিং দিবেন না- ডিএমপি কমিশনার

  • জাতীয়
  • ২৮ মে, ২০১৯ ১৬:০০:১৮

ঈদ ও ঈদ পরবর্তী সময়ে সড়ক পথে দূর্ঘটনা এড়াতে গাড়ির চালককে দায়িত্বশীল হয়ে গাড়ি চালাতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ব্যতীত কোন গাড়ি রাস্তায় চলতে পারবে না। গাড়ির মালিক পক্ষ কোন মাদকাসক্ত ড্রাইভারের হাতে গাড়ি স্টিয়ারিং দিবেন না। সেই সাথে চালক, হেলপার বা পরিবহন সেক্টরের কাউকে মাদকাসক্ত বলে সন্দেহ হলে পুলিশের সহায়তায় ডোপ টেস্ট করানোর আহবান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। আজ ২৮ মে বেলা ১১টায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে আয়োজিত বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে ডিএমপি’র মতবিনিময় সভায় এমন আহবান জানান ডিএমপি কমিশনার। উক্ত মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি’র ট্রাফিক পূর্ব বিভাগ ও সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ঈদের আর বেশি দিন বাকি নেই, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ নগরীর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। ঈদে যানজট ও জনজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জনসাধারণ ও যাত্রীসহ প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব রয়েছে। ঈদে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় ঢাকার বাহির পথের মুখ যানজটমুক্ত রাখতে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, টার্মিনালে গাড়িতে যাত্রী উঠানোর পর নির্ধারিত হলুদ দাগ ক্রস করলে গাড়ি আর দাঁড়িয়ে থাকতে পারবে না। টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার পূর্বে বাস মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয়ে গঠিত কমিটি ড্রাইভারের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস চেক করে গাড়ি রাস্তা নামতে দিবেন। কোন অবস্থায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস ব্যতীত গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না। অতিরিক্ত ভাড়া আদায় সম্পর্কে কমিশনার বলেন, ঈদ এলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবনতা লক্ষ্য করা যায়। বিআরটিএ কর্তৃক প্রদত্ত ভাড়া চার্টের অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। যাত্রীদের ব্যাগ টানা টানি করে কোন রকম হয়রানি করা যাবে না। চালকের উদ্দেশ্যে কমিশনার বলেন, গাড়ির চালকেরা সুযোগ পেলে বেপরোয়া গতিতে গাড়ি চালান, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালান। গাড়ি চালানো অবস্থায় এমনটি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক আমাদের বড় সমস্যা। আপনার মাদক সেবন করবেন না। মাদক আপনার সাথে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করছে। পরিবহন মালিক পক্ষের প্রতি আহবান জানিয়ে কমিশনার বলেন, কোন মাদকাসক্তকে গাড়িতে চাকরি দিবেন না। ড্রাইভার না থাকলে হেলপারকে গাড়ি চালাতে দিবেন না। ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সচেতন করুণ। এ সময় ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, আবদুল বাতেন বাবু সভাপতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, মোঃ আবুল কালাম সভাপতি সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি, জাহাঙ্গীর হোসেন সেক্রেটারী সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি, মোহাম্মদ আলী শোভা সভাপতি ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়ন ও সেলিম নেওয়াজ সেক্রেটারী ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়নসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -ডিএমপি নিউজ

মন্তব্য ( ০)





  • company_logo