• সমগ্র বাংলা

নরসিংদীতে ইনুভেশন শোকেসিং বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা
  • ৩০ মে, ২০১৯ ১৪:০৫:৩৭

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  “নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগ” সমূহের ইনুভেশন শোকেসিং বিষয়ে এক আলোচনা সভা ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে নরসিংদী বিয়াম জিলা স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ সচিব মো: পারভেজ হাসান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর ও মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু। নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং-২০১৯ এ টেকসই উন্নয়ন অভীষ্টকে কেন্দ্র করে জনগণের জন্য বিভিন্ন ধরণের উদ্ভাবনী সেবা সহজে, কম সময়ে এবং স্বল্প খরচে পৌছে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ৫ টি উদ্ভাবনী উদ্যোগ যথাক্রমে ১.কর্মসংস্থান নরসিংদী ২. মুক্তিযুদ্ধ কর্ণার ৩. সোলার স্ট্রিট লাইট ৪. ইউনিয়ন পর্যায়ে অ্যাম্বুলেন্স সেবা ৫. ইউনিয়ন পর্যায়ে অগ্নি নির্বাপন সেবা ও অন্যান্য ১৩ টি দপ্তরের বিভিন্ন সেবাধর্মী উদ্যোগ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে প্রধান অতিথি তার বক্তব্যে নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে জেলার সকল দপ্তরকে একযোগে কাজ করে রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে মনোনিবেশ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি নাগরিকদের জন্য বিভিন্ন সেবা সহজীকরণের লক্ষ্যে গৃহিত উদ্ভাবনী উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করার আশ্বাস দেন। জেলা প্রশাসক আরো বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে গ্রোথিত করে জনগণের কল্যাণে উদ্ভাবনী বাংলাদেশ তথা উন্নত বাংলাদেশ গড়তে সকলকেই নিজ অবস্থান থেকে একাগ্রচিত্তে কাজ করতে হবে। ইনোভেশন শোকেসিং-২০১৯ এ অংশগ্রহনকারী বিভিন্ন দপ্তরকে শুভেচ্ছা উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo