• খেলাধুলা

বিশ্বকাপে নতুন ইতিহাস!

  • খেলাধুলা
  • ৩০ মে, ২০১৯ ১৯:১৭:০৪

স্পিনার ইমরান তাহিরের হাতে বল তুলে দেওয়ার পর অনেকেই চমকে গেছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পাফ ডু প্লেসি আবার কোন চমক দেখালেন। এর আগে বিশ্বকাপে কখনোই কোনো স্পিনারকে দিয়ে প্রথম বল করাননি কোনো অধিনায়ক। আর সে ওভারে বল হাতে নেমে আরেকটি বড় চমক দেখালেন প্রোটিয়া স্পিনার। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ওভারের দ্বিতীয় বলেই ওপেনার জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বকাপেরও প্রথম উইকেট এটি। শেষ খবর পাওয়া পর্যন্ত আট ওভার বল করে ৪৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ইমরান তাহির। এদিকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত স্পিনার ইমরান। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের পর আর রঙিন পোশাকে ওয়ানডে খেলতে দেখা যাবে না তাঁকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমরান তাহির। লেগ স্পিনের ভেলকিতে ২৪.২১ গড়ে নিয়েছেন ১৬২টি উইকেট। তবে তাঁকে বিশেষভাবে মনে রাখার উপলক্ষ তৈরি করেছেন এই ধুন্ধুমার ব্যাটিংয়ের যুগেও ওভারপ্রতি মাত্র ৪.৬৫ রান দিয়ে। ইনিংসে তিনবার পাঁচ উইকেট ও ছয়বার চার উইকেট নেওয়া তাহির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৫ রানে সাত উইকেট শিকার করে গড়েছেন নিজের সেরা বোলিং  ফিগার। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তাহির। খেলতে চান ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটাও। ফলে ক্রিকেট মাঠে উইকেট পেলেই দুই হাত প্রসারিত করে তাঁর সেই ভো-দৌড় আরো কিছুদিন দেখতে পাবে ভক্তরা।

মন্তব্য ( ০)





  • company_logo