• খেলাধুলা

আনুষ্ঠানিকতার ম্যাচে আজ আয়ারল্যান্ডের সামনে বাংলাদেশ

  • খেলাধুলা
  • ১৫ মে, ২০১৯ ১১:৪৫:৪৫

আরও একবার তিন জাতির টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। এবার কি হাতের মুঠোয় ধরা দেবে শিরোপা? এর আগেও বেশ কয়েকবার (ওয়ানডে ৪, টি-টোয়েন্টি ২) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে বারবার স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। এবার মাশরাফি-সাকিবরা মাথা নিচু করে মাঠ ছাড়তে চান না। শিরোপা উল্লাসে মাততে চান লাল-সবুজরা! আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছেন মাশরাফি-সাকিবরা। উইন্ডিজকে হারিয়েছে দুবার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। আজ দ্বিতীয়বার স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা ৩.৪৫ মিনিটে শুরু হবে দুদলের মধ্যকার লড়াই। আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচ সরাসরি দেখা যাবে মাছরাঙা ও গাজী টিভিতে। ত্রিদেশীয় সিরিজে বারবার হাতছানি দিয়েও দূরে সরে গেছে শিরোপা। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি টাইগাররা। কত কাছে তবু কত দূর! এবার মাশরাফিদের জন্য ট্রফি জয়ের বড় সুযোগ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অবশ্য চূড়ান্ত কিছু বলতে চাইছেন না। তবে শিরোপার কাছে গিয়েও শিরোপা জিততে না পারার হতাশা তাকে কষ্ট দেয়। তাই তো মাশরাফি বলছেন, আমরা কখনই ত্রিদেশীয় সিরিজ জয় করিনি। এটা আমাদের অন্য শিরোপা জেতার বড় সুযোগ।এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটির খুব বেশি গুরুত্ব নেই টাইগারদের কাছে। তার পরও হালকা ভাবে নিচ্ছেন না সফরকারীরা। সামনে বিশ্বকাপ। ত্রিদেশীয় সিরিজের প্রতিটা ম্যাচই তাই টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। তা ছাড়া দেশের মাটিতে হারের বৃত্তে বন্দি আইরিশরা চাইবে অন্তত একটি ম্যাচ জিততে। বাংলাদেশের বিপক্ষে তারা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মাশরাফি বলছেন, আমাদের জয়ের ধারা বজায় রাখতে হবে। আয়ারল্যান্ডের সঙ্গে নিজেদের সেরাটা দিতে হবে। ছন্দে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া রান পাচ্ছেন সৌম্য সরকার। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি নিজে। ব্যাটে-বলে অনন্য সাকিব। বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারফরম্যান্স আশাজাগানিয়া। উইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচশেষে মাশরাফি বলেন, ‘আমরা ভালো বল করেছি। মোস্তাফিজ, সাকিব ও মিরাজও ভালো বল করেছে।’ আগের ছয়বার ফাইনালে হেরেছে বাংলাদেশ। মাশরাফি নেতৃত্ব দিয়েছেন তিনটিতে। ফাইনাল মানেই শিরোপা জেতার সুযোগ। অধিনায়ক তাই সতর্ক। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চান। ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান, ‘ছেলেরা এখন রিলাক্স। পরের ম্যাচে (আয়ারল্যান্ড) ভালো খেলতে চাই। দেখা যাক ফাইনালে কী হয়। এদিকে আয়ারল্যান্ড ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। টাইগারদের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হওয়ায় বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এ ম্যাচে একাদশে দেখা যেতে পারে লিটন দাস, মোসাদ্দেক ও রুবেলকে। অভিষেকে জ্বলে উঠতে না পারলেও আরও একটা সুযোগ পেতে চলেছেন আবু জায়েদ। অন্যদিকে একাদশের বাইরে থাকতে পারেন মাশরাফি!

মন্তব্য ( ০)





  • company_logo