• খেলাধুলা

আত্মবিশ্বাস নিয়েই ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

  • খেলাধুলা
  • ১৬ মে, ২০১৯ ১০:২০:৪০

জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে বুধবার (১৫ মে) আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সহজ এই জয়ের পেছনে মূল অবদান ছিল আবু জায়েদ চৌধুরী রাহীর, ৫ উইকেট শিকার করে যিনি পেয়েছেন ‘ম্যান অব দ্যা ম্যাচ’ খেতাব। এছাড়া ব্যাট হাতে বরাবরের মত অবদান রেখেছে টপ অর্ডার। তামিম ইকবাল, লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ফিফটি। ম্যাচ শেষে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সবাইকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি জানান, টানা তিনটি জয়ের ফলে ফাইনালে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। ডাবলিনের ক্লনটার্ফের উইকেটটি ব্যাটিং বান্ধব ছিল জানিয়ে মাশরাফি বলেন, ‘আজকের উইকেটে ব্যাট করা সহজই ছিল। ৩০০ রানও এখানে তাড়া করার জন্য সহজ। আমরা বোলিংও ভালো করেছি। ওদের ৩০০ রানের মধ্যে রাখতে পেরেছি।’ বোলার ও ব্যাটসম্যানদের স্তুতি গেয়ে মাশরাফি বলেন, ‘রাহী উইকেট পেয়েছে, দারুণ করেছে। সাইফউদ্দিনও ভালো করেছে। রুবেল দলে ফিরে ভালো করেছে। ব্যাট হাতেও আমরা ভালো করেছি, বিশেষ করে টপ অর্ডার।’ মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টে একটানা তিনটা জয়ে আত্মবিশ্বাস নিয়েই ফাইনাল খেলতে যাচ্ছি। উইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ঐ ম্যাচটিতেও আমাদের ভালো খেলতে হবে।’ আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ, যাদের এই টুর্নামেন্টেই দুইবার হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে এই ম্যাচের আত্মবিশ্বাস ফাইনালের লড়াইয়ে বাংলাদেশকেই রাখছে এগিয়ে।

মন্তব্য ( ০)





  • company_logo