• খেলাধুলা

দুই বছর ধরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন কোহলি

  • খেলাধুলা
  • ১৬ মে, ২০১৯ ১৮:২০:৪০

আইপিএল শেষ। এবার নজর বিশ্বকাপে। আসন্ন টুর্নামেন্টে হট ফেভারিট ভারত। তুরুপের তাস বিরাট কোহলি। তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, গেল দুই বছর ধরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন কোহলি। ২০১১ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন কোহলি। ২০১৫ বিশ্বকাপও খেলেছেন তিনি। সবশেষ বিশ্ব আসরে ছিলেন ভারতের ব্যাটিং দলের মেরুদণ্ড। বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে। তবে এবারই প্রথম নেতা হিসেবে বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এ ব্যাটিং মায়েস্তো। রাজকুমার শর্মা বলছেন, বিশ্বকাপেই ফোকাস করছে বিরাট। গেল দুই বছর ধরে ক্রিকেটের বৈশ্বিক আসরে খেলার স্বপ্ন দেখছে। কেমন ভাবে খেলবে, কৌশল কী হবে, এ সময়ে সাক্ষাৎকারে সেসবই বলে এসেছে সে।’ অর্থাৎ ভারতকে বিশ্বকাপ এনে দিতে মরিয়া কোহলি। শিষ্যের হয়ে তা বুঝিয়ে দিয়েছেন গুরু। এবারের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন ফরম্যাটে। নতুন পদ্ধতিতে লিগ পর্বেই পাকিস্তানের সঙ্গে দেখা হবে ভারতের। কে এগিয়ে? রাজকুমার শর্মা বলছেন, পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী দল ভারত। যদিও ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। তবে কাগজ-কলমে মেন ইন ব্লুরা খুবই শক্তিশালী দল।

মন্তব্য ( ০)





  • company_logo