• খেলাধুলা

স্বপ্নের ফাইনালে বৃষ্টির বাধা

  • খেলাধুলা
  • ১৭ মে, ২০১৯ ১৮:১৩:০৪

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারে ১৩১ রান সংগ্রহ করেছেন দুই ওপেনার শাই হোপ ও সুনীল আমব্রিস। বৃষ্টির কারণে খেলা আপতত বন্ধ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬জন বোলারকে ব্যবহার করেও ক্যারিবীয় উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ মানেই ব্যাটিংয়ে দুর্বার শাই হোপ। টাইগারদের বিপক্ষে আরও একটি ফিফটি তুলে নিলেন ওয়েস্ট ইন্ডিজের এ ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে ৫৪তম ম্যাচে ১০ম ফিফটি তুলে নিয়েছেন। শাই হোপ ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে ৬টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে তিনটি পেয়েছেন বাংলাদেশ দলের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি গড়েছেন শাই হোপ। শুক্রবার আয়ারল্যান্ডে ডাবলিনের মালাহাইডেটস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে উইন্ডিজ ক্রিকেট দল। অতীতে ছয়বার ফাইনালে উঠেও বাংলাদেশ ট্রফি ছুঁতে পারেনি। এ নিয়ে সপ্তমবার ফাইনালে খেলছে বাংলাদেশ। দলের এমন গুরুত্বর্পূণ ম্যাচে নেই দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলে খেলতে পারছেন না সাকিব।

মন্তব্য ( ০)





  • company_logo