• খেলাধুলা

সাফল্য পেতে ভিন্ন পথ অবলম্বনের পরামর্শ কোচের

  • খেলাধুলা
  • ০৬ মে, ২০১৯ ১৮:৪৪:১০

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে লজ্জাজনক পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল। গতকাল রোববার ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে ৮৮ রানে হেরে যায় সাকিব-তামিমরা। আর দলের এমন পরাজয়ের কারণ হিসেবে কনকনে ঠাণ্ডা আবহাওয়াকে দায়ী করেন অনেকেই। তবে ভিন্নমত পোষণ করেছেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। কন্ডিশনের দোহাই নয়, বরং সাফল্য পেতে ভিন্ন পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। বিশ্বকাপে সাফল্য পেতে হলে দক্ষতার চেয়েও কৌশলের দিকে বেশি খেয়াল রাখতে হবে বলে মনে করেন তিনি। আগামীকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ত্রিদেশীয় সিরিজ শেষেই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচ বড় ব্যবধানে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে দল। ম্যাচশেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। শিষ্যদের কন্ডিশনের চেয়ে ভিন্নধর্মী পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকে বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমার মনে হয় ঠাণ্ডা নয়, পিচটাই মূল বিষয়। পিচ ভিন্ন হওয়ার কারণে বলের লাইন-লেন্থ এবং শট নেওয়ার ক্ষেত্রেও ভিন্নতা আসে। তাই আমার মনে হয় আবহাওয়া নয়, ভিন্নরকম পিচ এবং আলাদা বোলারদের দিকেই বেশি দৃষ্টি দেওয়া উচিত।’ আয়ারল্যান্ডে যাওয়ার আগে প্রচণ্ড গরমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিন্তু সেখানে যাওয়ার পর কনকনে ঠাণ্ডা মোকাবিলা করতে হচ্ছে দলকে। দিনের বেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে থাকছে, আর রাতে নেমে যাচ্ছে দুই ডিগ্রিরও নিচে। তবে এমন পরিস্থিতিতেও ভালো করার মতো রসদ বাংলাদেশ দলের রয়েছে জানিয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘কন্ডিশন যেমনই হোক না কেন, দলের অভিজ্ঞ খেলোয়াড়রা জানে কীভাবে ভালো খেলতে হয়। বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, আর কোচ স্টিভ রোডস ইংলিশ হওয়ায় পিচ আর কন্ডিশন সম্পর্কে খুবই ভালো জানেন। কোর্টনি ওয়ালশ বহুবছর ইংল্যান্ডে খেলেছেন, আমিও পাঁচ বছর খেলেছি এখানে। পিচ সম্পর্কে একটু আগেভাগেই বুঝে নিয়ে পরিকল্পনা সাজানোর চেষ্টা করব আমরা। খেলোয়াড়দের আমরা সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুত করব, তবে মাঠে তাদেরকেই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’ এই মুহূর্তে বাংলাদেশ দলের খেলোয়াড়দের দক্ষতায় তেমন ঘাটতি দেখছেন না নিল ম্যাকেঞ্জি। বরং বিশ্বকাপে সাফল্যের জন্য কৌশলের দিকে বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়ে ব্যাটিং কোচ বলেন, ‘দলের খেলোয়াড়রা যথেষ্ট মানসম্পন্ন। উইকেটে সময় কাটাতে পারলে তাঁরা সাফল্যের মুখ দেখবেই। আর ইংল্যান্ডের পিচগুলো অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দ্রুতগতির নয়। তাই আমি মনে করি না টেকনিক নিয়ে দুর্ভাবনার কিছু আছে। এখন আগামী তিন সপ্তাহে এখানে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’

মন্তব্য ( ০)





  • company_logo