• বিনোদন

কলকাতার ‘কে তুমি নন্দিনী’ চলচ্চিত্রে কণ্ঠ দিলেন বাংলাদেশের নিশিতা

  • বিনোদন
  • ২৪ এপ্রিল, ২০১৯ ১৫:৫৭:১১

ছোটবেলা থেকেই তিনি গানের সাথে জড়িত। গানে হাতেখড়ি তার কাকু সুমির বড়ুয়া তপুর কাছে৷ এরপর কুমিল্লায়ই শ্রাবণী সাহার কাছে চার বছর বয়স থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তালিম নিয়েছেন৷ পরে চট্টগ্রামে ওস্তাদ মিহির লালার কাছে বেশ কয়েক বছর গানে তালিম নেন তিনি৷ ২০০৬ সালে ক্লোজ-আপ ওয়ানে মঞ্চ মাতান, জয় করেন দর্শকদের হৃদয়৷ তিনি আর কেউ নন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশিতা বড়ুয়া৷ প্রথমবারের মতো কলকাতার একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের শিল্পী নিশিতা বড়ুয়া। পথিকৃৎ বসু পরিচালিত ‘কে তুমি নন্দিনী’ ছবিতে ‘ইশক খুদা হে’ গানটিতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছেন রাজু দাস ও ঈশান মিত্র। সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। সম্প্রতি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি। আসছে ২৬শে এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। গানটিতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও রূপসা মুখোপাধ্যায়কে। নিশিতা বলেন, কলকাতা থেকে অম্লান চক্রবর্তী এই গানটি করার প্রস্তাব দেন। আমাকে সুযোগটি দেওয়ার জন্য আমি দাদার কাছে কৃতজ্ঞ।

মন্তব্য ( ০)





  • company_logo