• খেলাধুলা

যতই বলা হোক পেসবান্ধব উইকেট ইংল্যান্ডে বোলিং করাটা চ্যালেঞ্জ

  • খেলাধুলা
  • ২৭ এপ্রিল, ২০১৯ ১৭:২৩:১৯

বিশ্বকাপে বাংলাদেশ দলে একমাত্র পেস অলরাউন্ডার সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে কয়েকটি ম্যাচজয়ী ইনিংস খেলা সাইফউদ্দিন শুক্রবার বলেন, ‘ঢাকা লিগের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে বিশ্বকাপে। তবে উন্নতি করার কোনো বিকল্প নেই। নিজের জায়গা থেকে তা করার চেষ্টা করছি। সিনিয়রদের সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করি। ঢাকা লিগে ভালো করেছি। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে এই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।’ সাইফউদ্দিন বলেন, ‘ঢাকা লিগ সবে শেষ হল। ক্লান্তি রয়েছে কিছুটা। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নিজেকে পুরোপুরি প্রস্তুত করব। তাই বাড়িতে যাইনি। গেলে সময় নষ্ট হবে। ঢাকায় থেকে যে দু-তিনদিন বিশ্রাম পাব তাতেই কাজ হবে। এভাবেই নিজেকে ফিট রাখার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘ইংল্যান্ডে সাম্প্রতিক ম্যাচগুলো ইউটিউবে দেখছি। এর আগে ভারত-ইংল্যান্ড সিরিজ দেখেছি। উইকেট ব্যাটিংসহায়ক। লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করতে হবে। যতই বলা হোক পেসবান্ধব উইকেট, তারপরও ওখানে বোলিং করা সহজ হবে না। আমি চ্যালেঞ্জ নিতে চাই। সেভাবেই প্রস্তুত হচ্ছি।’ বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘নিচের দিকে ব্যাটিং করব। তাই ফিনিশিংয়ের সুযোগ থাকবে। ব্যক্তিগত লক্ষ্য বলতে চাই না। দিনশেষে মিলিয়ে দেখব নিজের লক্ষ্য পূরণে কতটা সফল হয়েছি। দলকে জেতাতেই অবদান রাখা দরকার, সবটাই দেয়ার চেষ্টা করব।’ এই ডান-হাতি পেসার ও বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘আমাদের দলটা ভারত বা ইংল্যান্ডের মতো হয়তো না। তবে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এদিক থেকে আমাদের দল অন্যদের চেয়ে এগিয়ে। দলটা ভারসাম্যপূর্ণ।’ রোববার ও সোমবার দল একসঙ্গে অনুশীলন করবে। ৩০ এপ্রিল বিশ্রাম নিয়ে ১ মে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল।

মন্তব্য ( ০)





  • company_logo