• খেলাধুলা

পোলোস্যাকই প্রথম নারী আম্পায়ার, যিনি পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা করলেন

  • খেলাধুলা
  • ২৭ এপ্রিল, ২০১৯ ১৭:৫২:৪৪

নামিবিয়ায় চলছে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ টুর্নামেন্টের ফাইনাল। আজ শনিবার উইন্ধোয়েকের ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক নামিবিয়া ও ওমান। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে নামিবিয়া। তবে অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে এই ম্যাচটির বিশেষ একটি দিক। আম্পায়ার ডেভিড ওধিয়াম্বোর সঙ্গে প্রথম নারী হিসেবে পুরুষদের কোনো ওয়ানডে ম্যাচ পরিচালনা করছেন অস্ট্রেলিয়ার ক্ল্যাইরি পোলোস্যাক। ক্রিকেট ইতিহাসে পোলোস্যাকই প্রথম নারী আম্পায়ার, যিনি পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেলেন। ৩১ বছর বয়সী ক্ল্যাইরি পোলোস্যাক এর আগে নারীদের ১৫টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। নারীদের নিয়ে বড় মাপের আইসিসি ইভেন্টেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে পোলোস্যাকের। ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। এ ছাড়া ২০১৭ সালের বিশ্বকাপেও চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ান এই নারী আম্পায়ার। তবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে এবারই প্রথম দায়িত্ব পালন করলেও, ঘরোয়া পর্যায়ে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন পোলোস্যাক। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ঘরোয়া লিস্ট 'এ'-তে প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ম্যাচ পরিচালনা করেছিলেন পোলোস্যাক। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে আম্পায়ারিং করার মধ্য দিয়ে প্রথমবারের মতো পেশাদার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও হয় তাঁর। এবার নতুন মাইলফলকে নাম লেখানোয় উচ্ছ্বাস প্রকাশ করে পোলোস্যাক বলেন, 'পুরুষদের ওয়ানডেতে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়ে এবং আম্পায়ার হিসেবে এত দূর আসতে পেরে আমি রোমাঞ্চিত। নারী আম্পায়ারদের উৎসাহ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কেননা নারীদের আম্পায়ারিং করতে না পারার কোনো কারণ নেই। সচেতনতা সৃষ্টি করা উচিত এবং সব বাধা ভেঙে ফেলা প্রয়োজন যেন  এমন ভূমিকায় নারীরা আরো এগিয়ে আসতে পারে।’

মন্তব্য ( ০)





  • company_logo