• খেলাধুলা

শেষ বিশ্বকাপ, তবে চাপ নিচ্ছেন না মাশরাফি

  • খেলাধুলা
  • ২৯ এপ্রিল, ২০১৯ ১৫:৪৩:৩৭

বয়স বিবেচনায় এবারই শেষ বিশ্বকাপ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বেশ কয়েকদিন ধরে মিরপুরের ক্রিকেট পাড়ায় এ গুঞ্জন চলছিল। সোমবার সংবাদ সম্মেলনে ব্যাপারটি নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে মোটেও চাপ নিচ্ছেন না মাশরাফি। আবার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই তার। তবে এ ডানহাতির চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে শুধুই দল, ‘নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। এজন্য আলাদাভাবে তৈরি হওয়ার কিছু নেই। আলাদাভাবে তৈরি হওয়াটাও কিন্তু একটা পেশার। আমার মনে হয় না আলাদাভাবে তৈরি হয়ে সেখানে কিছু করতে পারব। একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই আগে পারফর্ম করার চেষ্টা করব। একইসঙ্গে অধিনায়কত্বটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। আমার যে দায়িত্বগুলো সেগুলো ঠিক করে রাখার চেষ্টা করব।’ আয়ারল্যান্ড ও বিশ্বকাপের আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে দেশের জার্সিতে ২০৫ ওয়ানডেতে ২৫৯ উইকেট নেয়া মাশরাফি আরও বলেন, ‘বিশ্বকাপে আমার ব্যক্তিগত চাওয়া নাই। অবশ্যই ভালো কিছু হলে শুধু আমার না সবারই ভালো লাগবে। কিন্তু অতিরিক্ত চাপ নিতে চাই না আমি। যা কখনও নেয়নি। আমি সব সময় ভাগ্যের উপর বিশ্বাস করি। ভাগ্যে যা আছে বা পুরো দলের ভাগ্যে যা আছে সেটাই হবে। ভালো করতে অবশ্যই কষ্ট করতে। এজন্য আমরা প্রস্তুত কি না সেটাই চিন্তা করতে হবে।’ অনেক সময় দেখা যায় ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগমাধ্যম। তাই আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন মাশরাফি, ‘সোশ্যাল মিডিয়া খেলার ক্ষেত্রে কিছু দিবে না। বিশ্বকাপের সময় সবার উচিৎ হবে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা। এসময় সবাইকে মনোযোগ দিতে হবে বিশ্বকাপের উপর। সোশ্যাল মিডিয়া কখনোই আমাকে প্রভাবিত করে না।’ বিশ্বকাপে ভালো ফল পেতে পেস বোলারদের উপর আস্থা রয়েছে মাশরাফি। সোমবার অবশ্য টাইগার অধিনায়ক সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন দেশের বাইরে গেল কয়েকটি সিরিজে বোলিং ভাল না হওয়াটা, ‘পেস বোলাররা ভালো করলে জয়ের সম্ভাবনা বেশি থাকবে। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুব ভালো করতে পারিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম। কিন্তু পেস বোলিং অতোটা ভালো হয়নি। ইংল্যান্ডের বিপক্ষেও ভালো হয়নি।’ আগামী বুধবার ত্রি-দেশিয় সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে টাইগারদের অন্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৫মে ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। ১৭ মে ফাইনাল। এরপরই মাশরাফিদের শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি। ৩০ মে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ অভিযান। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।

মন্তব্য ( ০)





  • company_logo