• খেলাধুলা

মাশরাফির হাতে বিশ্বকাপের জার্সি

  • খেলাধুলা
  • ২৯ এপ্রিল, ২০১৯ ১৭:০২:১২

সোমবার (২৯ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন বিশ্বকাপে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন বিসিবি প্রধান। এর আগের খবর ছিল, ২৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল বিসিবি। মাশরাফি-সাকিবদের জার্সিকে সহজলভ্য করতে ও নকল জার্সি তৈরি রুখতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন তারা। এজন্য স্পোর্টস স্পোর্টজকে এক বছরের জন্য জার্সি বিক্রির স্বত্ব দিয়েছে বিসিবি। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী এক বছর সকল টুর্নামেন্টের জার্সি বিক্রয় করবে এই প্রতিষ্ঠান। ২৫ মার্চ স্পোর্টস স্পোর্টজ এর প্রতিনিধি মেহতাব উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ‘বিশ্বকাপের জার্সি উন্মোচন হবার পরই বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের আউটলেটের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা জার্সি কেনার সুযোগ পাবেন।’ জার্সির মূল্য কত হবে সে বিষয়ে তথ্য দেননি তিনি। তবে জার্সির মূল্য ক্রিকেটপ্রেমীদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানিয়েছিলেন তিনি। জানা গেছে, শুধু বাংলাদেশেই নয়, ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালেও আইসিসির ভেন্যুগুলোতে মাশরাফিদের জার্সি পাওয়া যাবে। এ ব্যাপারে আইসিসির সঙ্গে বিসিবির কথা হচ্ছে জানিয়ে প্রধান নির্বাহী বলেছিলেন, ‘ বিশ্বকাপ চলাকালে ভেন্যুগুলোতে জার্সি বিক্রির উদ্যোগ নেবে বিসিবি।’

মন্তব্য ( ০)





  • company_logo