• খেলাধুলা

দেশে ফিরেও বিশ্বকাপের ফটোসেশনে নেই সাকিব, দুঃখজনক বললেন পাপন

  • খেলাধুলা
  • ২৯ এপ্রিল, ২০১৯ ১৯:৪২:৫৩

আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ জার্সি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এরপর জার্সি পরে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জন সদস্য। তবে ফটোসেশনে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ জার্সি পরে দলের আনুষ্ঠানিক ফটোসেশনে সাকিবের অনুপস্থিতিতে নাখোশ হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত সংবাদকর্মীদের কাছে সাকিবের অনুপস্থিতি নিয়ে হতাশার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এটা দুঃখজনক, আর কী বলব। যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসে জিজ্ঞেস করেছিলাম সাকিবের কথা, পরে ফোন করেছিলাম ওকে। জিজ্ঞেস করেছিলাম, সে কোথায়। ও দেশে যে এসেছে, আমি সেটা জানিও না। পেপারে পড়ে দেখেছি।’ এ সময় কিছুটা ক্ষুব্ধ স্বরে বিসিবি সভাপতি বলেন, ‘আমি এসে জিজ্ঞেস করলাম ফটোসেশনের কথা সাকিব জানে কি না। ওরা বলল, সাকিবকে আগেই জানানো হয়েছে আজ দলের ফটোসেশন আছে। যেহেতু টিমের প্র্যাকটিসেও ছিল না ও, আমরা আশা করেছিলাম অন্তত ফটোসেশনে থাকবে। কিন্তু সে এখানেও নেই।’ এর আগে আইপিএল খেলতে যাওয়া সাকিবকে দেশে ফিরে আসার জন্য চিঠি দেয় বিসিবি। দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতেও বলা হয়। কিন্তু দেশে ফিরে না এসে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন সাকিব। অবশেষে গতকাল বিকেলে দেশে ফিরে আসেন বাঁহাতি অলরাউন্ডার। সবকিছু মিলিয়ে নিজের হতাশা লুকাননি নাজমুল হাসান। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটারের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয় দলের অন্যরা এত দিনে এসবে অভ্যস্ত হয়ে গেছে। এ ছাড়া আর কী বলব। আমি মনে করি, এটা ওর জন্যই দুর্ভাগ্য। ও যে আমাদের এই বিশ্বকাপ দলের সঙ্গে থাকতে পারল না, আমি মনে করি ওরই কপাল খারাপ।’ এমন আচরণের কারণে সাকিবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু পরশুদিনই দল চলে যাচ্ছে, তাই এটা নিয়ে আর বেশি কথা বলব না। তবে ব্যাপারটা অবশ্যই দুঃখজনক।’

মন্তব্য ( ০)





  • company_logo