• খেলাধুলা

৭ জনের প্রথম বিশ্বকাপ

  • খেলাধুলা
  • ১৬ এপ্রিল, ২০১৯ ১৬:০৪:৫৫

জাতীয় দলে খেলতে পারাটাই যেখানে অনেক বড় কিছু, সেখানে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে পারাকে স্বপ্নের মতো করেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সেই স্বপ্নের ১৫ সদস্যের বিশ্বকাপ ঘোষণা করেছে। বিসিবি ঘোষিত এই স্কোয়াডে সাতজন প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে যাচ্ছেন এবং সাতজন সর্বশেষ ২০১৫ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে খেললেও এখানে জায়গা হারিয়েছেন। অপরদিকে আটজন উভয় বিশ্বকাপ স্কোয়াডেই রয়েছেন। যাদের প্রথম বিশ্বকাপ: মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মাদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দীন ও আবু জায়েদ রাহী। বাদ পড়েছেন যারা: এনামুল হক বিজয়, মমিনুল হক, নাসির হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। ২০১৫ ও ২০১৯ উভয় স্কোয়াডেই আছেন যারা: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ- অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, রুবেল হোসেন ও সাব্বির রহমান। ২০১৯ বিশ্বকাপ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ- অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মাদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ উদ্দিন, আবু জায়েদ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৫ বিশ্বকাপ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মমিনুল হক, মাহমুদ্দুল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান ও আরাফাত সানি।

মন্তব্য ( ০)





  • company_logo