• বিনোদন

ভাষার নাটক বর্ণমালার মিছিল

  • বিনোদন
  • ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ২১:১২:২২

মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে নির্মিত হয়েছে ভাষার নাটক ‘বর্ণমালার মিছিল’। তরুণ নাট্যনির্মাতা সীমান্ত সজলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, জয়িতা মহলানবিশ, সাজু আহমেদ, আখন্দ জাহিদসহ ২০ থিয়েটারকর্মী। নাটকটিতে ভিন্নভাবে ভাষার কথা তুলে ধরা হয়েছে। বাংলা বর্ণমালাকে প্রাণযুক্ত হিসেবে উপস্থাপনও করা হয়েছে, যেখানে বর্ণগুলোর জন্য নানা ধরনের প্রতীকী দৃশ্যে আসবেন অভিনয়শিল্পীরা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটক প্রসঙ্গে সীমান্ত সজল বলেন, ‘সৃজনশীল কাজের মধ্য দিয়ে ভিন্ন আঙ্গিকে এ নাটকের গল্প বর্ণনা করা হয়েছে। মাতৃভাষা বা মায়ের ভাষা বাংলা লিখতে গিয়ে বানান ভুল হলে অদৃশ্যভাবে মা কান্না করছেন। তাহলে মায়ের এ কান্না সন্তানরা কীভাবে থামাবে? এছাড়া গল্প-বুননে আমরা দেখতে পাব বর্ণমালার মিছিল। অর্থাৎ বর্ণগুলো প্রতিবাদ জানিয়ে গান করছে। অদৃশ্য অনুভূতি জাগিয়ে তোলার অভিপ্রায় নিয়েই বর্ণমালার মিছিল নাটকটি নির্মিত হয়েছে।’ ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে।

মন্তব্য ( ০)





  • company_logo