• বিনোদন

গান গেয়ে সংসদ মাতালেন মমতাজ (ভিডিও)

  • বিনোদন
  • ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ২৩:৪৪:৫৪

আওয়ামী লীগের সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম গান গেয়ে সংসদ মাতিয়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় গান গেয়েছেন তিনি। এসময় গান শুনে অনেকেই প্রশংসা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও তাকে ধন্যবাদ জানান। তার এই গানে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। তবে গান গাওয়ার আগে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন ও তার এলাকার বিভিন্ন সমস্যার কথা সাবলীল ভাবে তুলে ধরেন। এসময় মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম নিজ এলাকায় মেট্রোরেল, গ্যাস সরবরাহ ও শিল্পনগরী হিসেবে ঘোষণার দাবি জানান। এ ছাড়া তার নির্বাচনী এলাকাকে উপশহর করার দাবি করেন। এর মাধ্যমে ঢাকায় চাপ কমবে বলেও তিনি উল্লেখ করেন। বক্তৃতার শেষ পর্যায়ে মমতাজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগের প্রচার সেলের মাধ্যমে আমরা কয়েকটি গান করেছিলাম। যে গানের মাধ্যমে আমরা এ দেশের মানুষের কথা, আমাদের সরকারের কথা, আমাদের নেত্রীর কথা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর স্পিকারের অনুমতি নিতে গিয়ে তিনি বলেন, স্পিকার যেহেতু আমি একজন শিল্পী। পাশাপাশি মানুষের সেবা করি, তাই সংসদে একটি গানের অংশ শোনাতে চাই। এরপর তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নিজের একটি গানের কয়েক লাইন সুর করে শোনান তিনি। গানের কথাগুলো হলো- ‘এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও/ এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও, গড়বে উন্নত দেশ এবার শেখ হাসিনার নাও (নৌকা)/ ভাটিয়ালি গানের সুরে, মুজিব তুমি বাইয়া যাও রে/আমরা পাব উন্নত এক সোনার বাংলাদেশ/ নতুন প্রজন্মের এটাই হোক নতুন করে স্লোগান। https://www.facebook.com/zapalak/videos/292399514781842/?t=0

মন্তব্য ( ০)





  • company_logo