• বিনোদন

একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক ‘জাহানারার একটি ভাই ছিল’

  • বিনোদন
  • ২১ ফেব্রুয়ারী, ২০১৯ ১১:৫৬:১০

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আজ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রচারিত হবে বিশেষ নাটক ‘জাহানারার একটি ভাই ছিল’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, সানজিদা প্রীতিসহ অনেকে। বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে। রচনায় মাসুম শাহরীয়ার ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের জীবন থেকে অনুপ্রাণিত গল্পে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে দেখা যাবে, পানুকে একবার দ্যাখার জন্যে বাড়ির পাশের গাছে উঠে বসে থাকেন রফিক। অবশেষে রফিকের সঙ্গে পানুর বিয়ে ঠিক হয়। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস। বিয়ে ঠিক হবার পর বিয়ের কেনাকাটার জন্যে ঢাকায় এসেছিলেন রফিক। ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিলে প্রথম গুলিটা লাগে রফিকের মাথায়। পাঁচ ভাই দুই বোনের মধ্যে সবার বড় তিনি। রফিকের বয়স তখন ২৬। সবচেয়ে ছোট, জাহানারার সাত বছর বয়স। সেই জাহানারার প্রিয় ভাইয়ের রক্তেই লাল হয় ঢাকার রাজপথ। ব্যথায় লাল হয় জাহানারার দুই চোখ। রক্ত ঝড়ে প্রিয় জন্মভূমির হৃদয় থেকে। এমন নানা ধাপ পেরিয়ে নাটকের গল্পটি আবর্তিত হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo