• বিনোদন

কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার: সুবর্ণা মুস্তাফা

  • বিনোদন
  • ২১ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৩৯:৩৪

রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশের ওয়াহেদ ম্যানশন নামের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহের সংখ্যা বেড়েই চলছে। কান্নায় ভারী হয়েছে আকাশ-বাতাস। স্বজন হারানোর ব্যথায় ব্যথিত অনেকেই। কেউবা প্রিয়জনের ছবি হাতে নিয়ে হাসপাতালের গেটে রয়েছেন অপেক্ষায়। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যথাভরা সেই মনের কথা ব্যক্ত করছেন। জনপ্রিয় অভিনেত্রী ও  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এক রাতের ভেতর ঢাকা শোকের শহর। নিমতলী ট্রাজেডির পর এবার চকবাজার..। ভারী হয়ে গেছে পুরনো ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে...। পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার। রাজধানী চকবাজার এলাকায় আগুনে এখন পর্যন্ত অন্তত ৭০ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ আগুন লাগে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo