• বিনোদন

আমি অনুতপ্ত: সালমান মুক্তাদির

  • বিনোদন
  • ২১ ফেব্রুয়ারী, ২০১৯ ১৩:১০:২০

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বুধবার বিকেলে ফেসবুকে লাইভে আসেন এবং নিজের ভুল স্বীকার করেন। ইন্টারনেটে অপ্রাসঙ্গিক ও অশ্লীল ভিডিও আপলোডের অভিযোগে সালমান মুক্তাদিরকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার ঠিক পরের দিনই ফেসবুক লাইভে এসে নিজের বিতর্কিত গান সরিয়ে ফেলা ও সাইবার ক্রাইম বিভাগ নিয়ে কথা বলেন। সালমান মুক্তাদির বিকেল ৩টার দিকে ফেসবুকে লাইভে এসে বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমার একটা গান ছিল অভদ্র প্রেম নামে। যে গানটা বাংলাদেশে অনেক বেশি তর্ক-বির্তকের সৃষ্টি করে। সেটার জন্য সাইবার ক্রাইম বিভাগ আমার সঙ্গে যোগাযোগ করে বলে, এটা আমাদের কনটেক্সটের বিপরীতে যায়। তার পরই গানটা নামানোর জন্য আমি রাজি হই। গানটা আমি নামিয়ে ফেলেছি। গানটার যে ভিডিও ছিল সেটা কোনোভাবে আমাদের দেশের জন্য গ্রহণযোগ্য না। যার কারণে আমি নামিয়ে ফেলেছি। আমি চেষ্টা করব গানের ভিডিওটা নতুন করে ঠিকঠাক মতো বানানোর। আমাদের দেশে নিরাপদ ইন্টারনেটের জন্য যে ক্যাম্পেইন হচ্ছে সেটাকে আমি সমর্থন করছি। আমি আশাবাদী এই ক্যাম্পেইনের একজন অ্যাম্বাসেডর হতে পারব। অংশগ্রহণ করতে পারব। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাব এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য এবং এটাকে সাধুবাদ জানাতে।’ সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে সালমানকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নেওয়া হয়। এরপর তাকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটে অপ্রাসঙ্গিক ও অশ্লীল ভিডিও আপলোডের অভিযোগে ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা। সে তার ভুল স্বীকার করে নিয়েছে। এখন থেকে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকবে বলে আমাদের জানিয়েছে। বিতর্কিত কন্টেন্টগুলো মুছে ফেলবে সালমান।’ মূলত জিজ্ঞাসাবাদের জন্যই সালমানকে ডাকা হয়েছিল বলে জানান নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাইবার দুনিয়াকে নিরাপত্তা দিতে যা যা করা দরকার আমরা সবটাই করব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। যে কেউ এই ধরনের কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।’

মন্তব্য ( ০)





  • company_logo