• খেলাধুলা

বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ

  • খেলাধুলা
  • ২৭ ফেব্রুয়ারী, ২০১৯ ১৩:২৮:৪৫

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। স্বাগতিকরা যখন র‌্যাংকিংয়ে উন্নতি নিয়ে দারুণ স্বস্তিতে। তখন উল্টো চিত্র অতিথি বাংলাদেশের। ইনজুরির কারণে সেরা পারফরমার নেই দলে। একই কারণে খেলবেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলের এমন অবস্থায় জয় নয়। সামর্থ্যের সেরাটা দিতে বলেছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যামিল্টনে দু'দলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টায়। দুই বছর আগে উইকেটে মুশফিকের সাথে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে যেন সাকিব একাই প্রতিরোধের দেয়াল। টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ও উইকেট মালিক এখনো সাকিব। এমনই একজন ক্রিকেটার নেই আগের খবর। তবে, কাটা ঘায়ে নুনের ছিটা ইনজুরির কারণে মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের সার্ভিসও পাওয়া যাবে না এ ম্যাচে। তাই কাটা ছেড়ে দল নিয়ে নিউজিল্যান্ডের বৈরি কন্ডিশন ও বাউন্সি উইকেটে টেস্টে জয়ের কথা না ভাবতে পারছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, এই কন্ডিশনে আমরা টেস্ট ম্যাচ জিততে পারবো কি-না এটা নিয়ে সংশয় রয়েছে। তবে আমরা নিজেদের সেভাবে প্রস্তুত নিচ্ছি। তিনি আরো বলেন, মুশফিক ও সাকিব দুজনে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের অনুপস্থিতিতে যারা খেলবেন তার যেন সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ইনজুরি মিছিলে দলে নেই সেরা সেনানিরা। কোচ স্টিভ রোডসের মন্ত্র তাই কাঁধে কাঁধ রেখে লড়ো। উইকেটের পেছনের দায়িত্ব থাকবে লিটনের। অভিষেক যাচ্ছে পেসার ইবাদতের। একাদশে ফিরছেন সৌম্য। অন্যদিকে, টেস্ট র‌্যাংকিং ইতিহাসে প্রথম বারের মতো দুই নম্বরে কিউইরা। আত্মবিশ্বাসে টইটম্বুর দলটি। কিন্তু, তার পরেও ছেড়ে কথা বলবে না বিন্দু মাত্র। পেস বেটারী সাউদি, বোল্টের সাথে হ্যানরির সুইং বাউন্স আগাম সতর্ক বার্তা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। নিজেদের মাটিতে টাইগারদের বিপক্ষে খেলা সাত টেস্টে অপরাজিত নিউজিল্যান্ড। এই রেকর্ড আরো সমৃদ্ধ করতে নিজেদের ইতিহাসে টানা ৫ম টেস্টে সিরিজ জয়ের দিকে আপোষহীন কিউইরা।

মন্তব্য ( ০)





  • company_logo