• উদ্যোক্তা খবর

শুভ সূচনা করল মুহূর্ত.কম

  • উদ্যোক্তা খবর
  • ০২ মার্চ, ২০১৯ ১২:৫৯:২০

সার্বক্ষণিক গ্রাহকদের কাছে থাকার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল সার্ভিস মার্কেটের নতুন আরেকটি নাম ‘মুহূর্ত’৷ গতকাল (১লা মার্চ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তারা৷ তাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বি.ইউ.পি) এর এম.বি.এ অনুষদে৷ উক্ত বিশ্ববিদ্যালয়েরই এম.বি.এ অনুষদের কয়েকজন মেধাবী ছাত্রের একনিষ্ঠ প্রচেষ্টায় গড়ে ওঠে এই ব্যবসা প্রতিষ্ঠানটি৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক (অব:)৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট এর সহ- প্রতিষ্ঠাতা অধ্যাপক মঈন উদ্দিন চৌধুরী, লে:কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম (অব), সহযোগী অধ্যাপক বি.ইউ.পি, মোঃ রাজিব উদ্দিন সহকারী অধ্যাপক, এম.বি.এ সমন্বয়ক বি.ইউ.পি এবং মোঃ মেহেদী হাসান সহকারী অধ্যাপক বি.ইউ.পি৷ এই সময় মুহূর্তের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানটির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করেন ৷ তিনি আরো বলেন, আমাদের দেশে সরাসরি গ্রাহকদের বাসায় গিয়ে সেবা দেওয়া ধর্মী প্রতিষ্ঠান প্রয়োজনের তুলনায় অনেক কম৷ তাই আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা দেশের জনগণের জীবনমান উন্নত করবে এবং জীবনকে আরও সহজ করতে ভিন্নমাত্রা যোগ করবে৷ আমন্ত্রিত অতিথি বর্গগণও প্রতিষ্ঠানটির পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন ৷ প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান বি.ইউ.পি তে আয়োজন করার প্রসঙ্গে এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল এহসান বলেন, আমরা যারা মুহূর্ত গঠনের উদ্যোগ নিয়েছে তারা সবাই বি.ইউ.পি ই ছাত্র৷ আমি মনে করি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকেই নতুন উদ্যোক্তা গড়ে ওঠা খুবই প্রয়োজন৷ আমাদের অনুষ্ঠানের স্থান বি.ইউ.পি নির্বাচন করার উদ্দেশ্য এটাই যে, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন নতুন উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ হয় এবং তাদের নিজ নিজ প্রতিষ্ঠানকে সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়৷ অনুষ্ঠানটিতে মুহূর্তের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,  পরিচালক বৃন্দ মোঃ সাদবিন হোসেন, মোঃ সাকিফুজ্জামান, মোঃ অলিভ হাসান সহ বি.ইউ.পির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷ তাদের ওয়েবসাইটের ঠিকানা : www.muhoorto.com

মন্তব্য ( ০)





  • company_logo