• খেলাধুলা

৮৭ বছর পর ক্লাসিকোয় এগিয়ে বার্সেলোনা

  • খেলাধুলা
  • ০৩ মার্চ, ২০১৯ ১২:৫৮:৩৬

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সময় দারুণ কাটছে বার্সেলোনার। তার প্রতিফলন পড়েছে পরিসংখ্যানেও। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে জয়র দিক থেকে ১৯৩২ সালের পর এই প্রথম এগিয়ে গেছে কাতালুনিয়ার ক্লাবটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগায় ইভান রাকিতেচের একমাত্র গোলে জিতে বার্সেলোনা। এই জয়ে দীর্ঘ ৮৭ বছর পর রিয়ালকে পেছনে ফেলেছে তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের ক্লাবটির চারবারের দেখায় তিনটিতেই জিতল বার্সেলোনা, অন্যটি ড্র। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনার এটি ৯৬তম জয়। রিয়ালের জয় ৯৫টি। রিয়ালের বিপক্ষে গত দেড় দশকে বার্সেলোনা দারুণ সফল। ২০০৩ সালের আগ পর্যন্ত বের্নাবেউয়ে ৭৪ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছিল কাম্প নউয়ের ক্লাবটি। আর ২০০৪ সাল থেকে রিয়ালের মাঠে ২৫ ম্যাচ খেলেই ১৩টি জিতেছে তারা। এর ১১টিই এসেছে গত এক দশকে। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি জয় হলো, ২০০৯ সালে ৬-২, ২০১৫ সালে ৪-০ আর গত মৌসুমে ৩-০ গোলে।

মন্তব্য ( ০)





  • company_logo