• খেলাধুলা

সিলেট পর্ব শেষে সেরা দশ ব্যক্তিগত ইনিংস

  • খেলাধুলা
  • ২০ জানুয়ারী, ২০১৯ ১৮:৪০:২৭

বিপিএলে ইতোমধ্যে বাইশটি ম্যাচ শেষ হয়ে গেলেও এখনো সেঞ্চুরির দেখা মেলেনি। এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৫। সেরা দশে দেশি-বিদেশী ব্যাটসম্যানেরা সমানে সমান। চলুন একনজরে দেখে নেয়া যাক সিলেট পর্ব শেষে ব্যক্তিগত সর্বোচ্চ দশটি ইনিংস। ১. ৫১ বলে ৮৫ রান- সাব্বির রহমান যেভাবে ব্যাটিং করছিলেন তাতে আসরের প্রথম সেঞ্চুরিটা পেয়েই যাবেন মনে হচ্ছিল। সেঞ্চুরির কাছাকাছি ৮৫ রানে যেয়ে থামতে হয়েছিল সাব্বির রহমানের। রংপুর রাইডার্সের বিপক্ষে এই ঝড়ো ইনিংস খেলার পথে পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার এসেছে তার ব্যাট থেকে। ২. ৪৪ বলে ৮৩ রান- রাইলি রুশো দারুণ ফর্মে থাকা এবং আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রুশোর ব্যক্তিগত সর্বোচ্চ ও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান ৮৩। এই করার পথে আটটি ৪ ও চারটি ৬ এর মার খেলেন তিনি। স্ট্রাইকরেট ১৮৮.৬৩। ৩. ৪১ বলে ৭৮ রান- হজরতউল্লাহ জাজাই ঢাকার হয়ে ওপেনিংয়ে ঝড় তোলা জাজাইয়ের ইনিংস সর্বোচ্চ ৭৮ রান আছে এই তালিকার তৃতীয় স্থানে। রাজশাহী কিংসের বিপক্ষে এই টর্নেডো ইনিংস খেলার পথে তার ব্যাট থেকে চারটি ৪ ও সাতটি ৬ আসে। জাজাইয়ের স্ট্রাইকরেট ১৯০.২৪। ৪. ৫২ বলে ৭৬ রান- রাইলি রুশো সেরা পাঁচেই রয়েছে রাইডার্স ব্যাটসম্যান রুশোর আরেকটি ইনিংস। ৭৬ রানের ইনিংসটি তিনি খেলেন খুলনা টাইটান্সের বিপক্ষে। স্ট্রাইকরেট ছিল ১৪৬.১৫। এই ইনিংসে তিনি আটটি ৪ ও দুইটি ৬-এর মার খেলেন। ৫. ৪১ বলে ৭৫ রান- মুশফিকুর রহিম মুশফিকের ম্যাচ জয়ী ৭৫ রানের ইনিংসটি আছে তালিকার পাঁচ নম্বরে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই ইনিংসটি খেলার পথে মুশফিকের স্ট্রাইকরেট ছিলো ১৮২.৯২। তার ইনিংসটিতে সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি ছিলো। এছাড়াও আসরে সত্তরোর্ধ্ব ইনিংস হয়েছে আরো পাঁচটি- ৬. কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিসারা পেরেরার ২৬ বলে ৭৪ রান। ৭. কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরেক ব্যাটসম্যান তামিম ইকবালের ৪২ বলে ৭৩ রান। ৮. সিলেট সিক্সার্সের উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরানের ৪৭ বলে ৭৩ রান। ৯. সিলেট সিক্সার্সের ওপেনার লিটন কুমার দাসের ৪৩ বলে ৭০ রান। ১০. খুলনা টাইটান্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকের ৪১ বলে ৭৩ রানের ইনিংস।

মন্তব্য ( ০)





  • company_logo