• খেলাধুলা

সিএর উপর ক্ষুব্ধ গাভাস্কার!

  • খেলাধুলা
  • ২০ জানুয়ারী, ২০১৯ ১৮:৫৭:০১

সদ্য অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছে ভারত। দারুণ এই সাফল্যে ভারতের ক্রিকেট অঙ্গনে এখন খুশির আমেজ। তবে একটি বিষয় নিয়ে বেশ নাখোশ ভারতের ক্রিকেটের কর্তা-ব্যক্তিরা। টেস্ট সিরিজের পর ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়ানডে সিরিজেও। ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর ভারত পেয়েছে সম্মান। পেয়েছে ট্রফিও। তবে ছিল না কোনো প্রাইজমানি। আর এই ব্যাপারটিই ভারতের ক্রিকেটে তৈরি করেছে অসন্তোষ। রীতি অনুযায়ী সিরিজ বা টুর্নামেন্ট জেতার পর স্মারক ট্রফির পাশাপাশি প্রাইজমানিও পেয়ে থাকেন ক্রিকেট দল বা ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ভারত কোনো প্রাইজমানি পায়নি! এতে ক্ষুব্ধ হয়েছে ভারতের অনেক ক্রিকেট ব্যক্তিত্ব। কিংবদন্তী সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছেন- প্রাইজমানি না দিয়ে ভারতকে অসম্মান করা হয়েছে! তাও ব্যাপারটি এমনও নয় যে পুরো সিরিজে কোনো প্রাইজমানির ব্যবস্থাই ছিল না। সিরিজের শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যুযবেন্দ্র চাহাল কিংবা সিরিজ সেরা হওয়া মহেন্দ্র সিং ধোনি খেতাবের ট্রফির পাশাপাশি ৫০০ ডলার করে প্রাইজমানি পেয়েছেন। কিন্তু ভারত দলকে সিরিজ জেতার সুবাদে কোনো প্রাইজমানি দেয়া হয়নি। সিরিজ জেতা ভারতের হাতে শুধু ট্রফিটিই তুলে দেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয় শেষে গাভাস্কার বলেন, ৫০০ ডলার আর এমন কি! এটা দুঃখের যে শুধু ট্রফিই দেয়া হল দলকে। অথচ সম্প্রচার স্বত্ব থেকে অনেক অর্থ উপার্জন করেছে আয়োজকরা। স্বাগতিক দল হিসেবে অস্ট্রেলিয়া কিংবা তাদের ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কেনো প্রাইজমানি বা অর্থ পুরষ্কার দিল না, এমন প্রশ্ন রেখে গাভাস্কার বলেন, ‘কোনো ক্রিকেটারদের ভালো পুরস্কার মূল্য দেয়া হবে না? স্পনসরদের থেকে বিশাল অর্থ পাওয়ার আসল কারণ তো ক্রিকেটাররাই।’ টেনিস টুর্নামেন্ট উইম্বলডনে ঠিকই প্রাইজমানি দেয়া হয়, যদিও সেখানে ট্রফিটাই মুখ্য। অন্তত উইম্বলডনের মত প্রাইজমানি দেয়া উচিত উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘উইম্বলডনের যে প্রাইজমানি দেয়া হচ্ছে সেটার পরিমাণ দেখা হোক। খেলোয়াড়রা এখানে অর্থ উপার্জনের মূল উৎস। তাই তাদেরকে ভালোভাবে পুরস্কৃত করতেই হবে।’

মন্তব্য ( ০)





  • company_logo