• বিনোদন

৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, অভিনেত্রী আটক

  • বিনোদন
  • ২৩ জানুয়ারী, ২০১৯ ১৭:০৬:৩৩

৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের হরিয়ানার গায়িকা এবং ২৭ বছর বয়সী অভিনেত্রী শিখা রাঘবকে। এই অভিনেত্রীর বিরুদ্ধে নোটবাতিলের সময় এক মহিলাকে টাকা বদলানোর প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) হরিয়ানার বাহাদুরগড়ে শুটিং করছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তবে শিখাকে জিজ্ঞাসাবাদের আগে শিখার আরও এক সাথী পবনকেও গ্রেফতার করেছে পুলিশ। দুই বছরের পুরনো মামলায় দিল্লির আদালত শিখাকে পলাতক ঘোষণা করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের রানাপ্রতাপ বাগের বাসিন্দা সন্তোষ ভরদ্বাজ। দু’বছর আগে ৬০ লাখ টাকার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন তিনি। সন্তোষের কাছে দুবছর আগে ৬০ লাখ টাকার পুরনো নোট ছিল। যা শিখা এবং পবনের খুব কম মূল্যের বিনিময়ে সন্তোষের কাছে থেকে নেয়। তারা পুরনো নোট বদলে দেওয়ার লোভ দেখাতে সন্তোষ তাদের কথায় রাজি হয় এবং টাকাও দিয়ে দেন। কিন্তু তিনি জানিয়েছেন যে, তার টাকা শিখা এখনও বদলে দেননি। সন্তোষ অভিযোগ জানানোর পরেই পবনকে গ্রেফতার করা হয়। তারপর পবনের মাধ্যমেই শিখাকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo