• খেলাধুলা

ক্রিকেটে প্রতিশোধ বলতে কিছু নেই: মাশরাফি

  • খেলাধুলা
  • ২৬ জানুয়ারী, ২০১৯ ১২:৫৫:৪৯

বিপিএলের ষষ্ঠ আসরে আগের দেখায় রংপুর রাইডার্সকে হারিয়েছিল চিটাগং ভাইকিংস। তবে এবার চিটাগংয়ের ঘরের মাটিতে উল্টো চিত্র। মাশরাফি বিন মুর্তজার দলের কাছে এদিন রীতিমত পাত্তাই পায়নি মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল। ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে জানান, দ্বিতীয় লেগে জয় পাওয়ায় প্রতিশোধের কিছু দেখছেন না তিনি। তবে এই জয় দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছে, মেনে নিচ্ছেন তা। মাশরাফি বলেন, ‘জয়টা খুব প্রয়োজন ছিল। ম্যাচটা জিতে ভালো পজিশনে এসেছি। এই ম্যাচ হেরে গেলে দল ব্যাকফুটে চলে যেতো।’ ‘ক্রিকেটে প্রতিশোধ বলতে কিছু নেই। আগের ম্যাচে চিটাগং ভালো খেলে জিতেছে। আজকে আমরা জিতলাম।’– বলেন মাশরাফি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল রংপুর রাইডার্স। তবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের পথ হারাতে দেয়নি অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর ব্যাটিং। দুই ব্যাটসম্যানই দারুণ দুটি শতক তুলে দলীয় সংগ্রহকে নিয়ে যান স্বাগতিক দলের ধরা-ছোঁয়ার বাইরে। শেষপর্যন্ত এটিই হয়ে দাঁড়ায় রংপুরের বিশাল জয়ের সিঁড়ি। এজন্য হেলস ও রুশোকে কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মাশরাফি। ব্যাট হাতে তারা না দাঁড়ালে দলীয় স্কোর ২০০-ও হতো কি না- সন্দেহ মাশরাফির, ‘শুরুতে ক্রিস গেইল আউট হওয়ার পর চাপ তৈরি হয়। কিন্তু অ্যালেক্স টেনে তুলেছেন। অন্যদিকে রুশো লেগে থাকাতে ম্যাচটা সুন্দরভাবে শেষ করেছে। নয়তো আমরা ২০০ পার নাও করতে পারতাম না। তখন প্রতিপক্ষ সুবিধা পেতো। কিন্তু রুশোর কারণে ম্যাচ ২০০ বেশি রানে গড়িয়েছে। তাই ভিন্ন দিক থেকে দু’জন কৃতিত্ব সমান।’ আসরজুড়ে আলোচনায় রংপুরের ব্যাটিং লাইনআপের টপ অর্ডার। এত শক্ত ব্যাটিং লাইনআপ, বিশেষ করে টপ অর্ডার নিয়ে দলের অধিনায়কের স্বস্তিতে থাকাই স্বাভাবিক। মাশরাফির ভাষ্য, ‘টি-২০ ক্রিকেটে সবসময় ব্যাটিং অর্ডারের টপ ফোর গুরুত্বপূর্ণ। সেখান থেকে রান আসলে টিমের গতি থাকার পাশাপাশি বিপক্ষ টিম চাপে থাকে। তবে আমরা কতগুলো ম্যাচে টপে রান পাইনি।’

মন্তব্য ( ০)





  • company_logo