• খেলাধুলা

কোপায় বার্সার তারকাদের মাঠের লড়াই

  • খেলাধুলা
  • ২৬ জানুয়ারী, ২০১৯ ১৪:২৮:৫৫

চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। এরই মধ্যে রিও ডি জেনিরোতে হয়ে গেছে এ টুর্নামেন্টের ড্র। লাতিন আমেরিকার ১০ দেশের সঙ্গে আমন্ত্রিত দেশ হিসেবে জায়গা পেয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার এবং জাপান। ১২ দলকে তিন গ্রুপে ভাগ করে করা হয়েছে গ্রুপ পর্বের ড্র। কোপা আমেরিকার আসন্ন আসরে থাকছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অনেক তারকা। এই তালিকায় আছেন ব্রাজিলের কুতিনহো, আর্থার, রাফিনহা, ম্যালকম, আর্জেন্টিনার মেসি, কলম্বিয়ার মুরিলো, উরুগুয়ের লুইস সুয়ারেজ এবং চিলির আরতুরো ভিদাল। একে অপরের প্রতিপক্ষ হয়ে এবারের আয়োজনে বার্সার অনেক তারকাই মুখোমুখি হবেন। আগামী ১৪ জুন থেকে ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ৭ জুলাই রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এ গ্রুপ: ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া বি গ্রুপ: আর্জেন্টিনা, কাতার, কলম্বিয়া ও প্যারাগুয়ে সি গ্রুপ: উরুগুয়ে, জাপান, ইকুয়েডর ও চিলি গ্রুপপর্বে বার্সার তারকারা: এ গ্রুপ: কুতিনহো, আর্থার, রাফিনহা, ম্যালকম (ব্রাজিল) ব্রাজিল-বলিভিয়া-১৪ জুন, সাও পাওলো ব্রাজিল-ভেনেজুয়েলা-১৮ জুন, সালভাদর ডি বাহিয়া ব্রাজিল-পেরু-২২ জুন, সাও পাওলো বি গ্রুপ: মেসি (আর্জেন্টিনা) এবং মুরিলো (কলম্বিয়া) আর্জেন্টিনা-কলম্বিয়া-১৫ জুন, সালভাদর ডি বাহিয়া কলম্বিয়া-কাতার-১৯ জুন, সাও পাওলো আর্জেন্টিনা-প্যারাগুয়ে-১৯ জুন, বেলো হরিজোন্তে আর্জেন্টিনা-কাতার-২৩ জুন, পোর্তো আলেগ্রে কলম্বিয়া-প্যারাগুয়ে-২৩ জুন, সালভাদর ডি বাহিয়া সি গ্রুপ: লুইস সুয়ারেজ (উরুগুয়ে) এবং আরতুরো ভিদাল (চিলি) উরুগুয়ে-ইকুয়েডর-১৬ জুন, বেলো হরিজোন্তে চিলি-জাপান-১৭ জুন, সাও পাওলো উরুগুয়ে-জাপান-২০ জুন, পোর্তো আলেগ্রে চিলি-ইকুয়েডর-২১ জুন, সালভাদোর ডি বাহিয়া চিলি-উরুগুয়ে-২৪ জুন, রিও ডি জেনেইরো

মন্তব্য ( ০)





  • company_logo