• খেলাধুলা

শাহজাদকে লুকানোর জায়গা নেই মুশফিকের

  • খেলাধুলা
  • ২৬ জানুয়ারী, ২০১৯ ১৭:৪৫:০২

চিটাগং ভাইকিংসের অন্যতম ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। বর্তমানে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদ। কিন্তু যদি এই মোটাসোটা খেলোয়াড়কে ফিল্ডিং করতে নামানো হয় তাহলে বেশ দুশ্চিন্তাতেই পড়তে হয় অধিনায়ক মুশফিকুর রহীমকে। এদিকে মুশফিকুর রহীম নিজেই একজন উইকেটরক্ষক। তাছাড়া কিপিং করা তার প্রথম পছন্দ। এদিকে শাহজাদের ফিটনেসের কারণেই বাধ্য হয়েই ফিল্ডিং করতে হচ্ছে মুশফিকুর রহীমকে। এদিকে সংবাদ সম্মেলনে শাহজাদের ভুঁড়ি নিয়ে মজা করে মুশফিকুর রহীম বলেন, ‘আমাদের দলের যে ভদ্রলোক এখন কিপিং করছেন তার স্বাস্থ্য দেখলেই আপনি বুঝবেন। তাকে আসলে ফিল্ডিংয়ে কোথায় লুকাতে হবে এটা আমার জন্য অনেক কঠিন।’ এ ব্যাপারে মুশফিকুর রহীম বলেন, ‘আমাদের দলে আরও চার পাঁচ জন খেলোয়াড় আছে যাদের টি-টোয়েন্টির সেরা ফিল্ডার বলা যাবে না। এ রকম চার জন হয়ে গেলে কঠিন হয়ে যায়। আমাদের টিম ম্যানেজমেন্ট চার পাঁচ জন আলোচনা করে এটা করেছি যে দলের স্বার্থে সেরা কম্বিনেশনটা বের করে আনতে। আর এখন পর্যন্ত সে খারাপ করছে না, আমাদের দলও আল্লাহর রহমতে ছয়টায় জিতেছে। তো সবমিলিয়ে ভালোই চলছে।’ এ সময় মুশফিক আরও বলেন, ‘কেন? আমি কিপিং করে তো অনেক রান করেছি। তৃতীয় কি চতুর্থ সিজন বলতে পারছি না, প্রায় সাড়ে চারশ রানের মতো করেছিলাম। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলাম। (কিপিং ছেড়েছি) আমাদের দলের কম্বিনেশনের কারণে।’

মন্তব্য ( ০)





  • company_logo