• খেলাধুলা

ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন ইনজামামের ভাতিজা

  • খেলাধুলা
  • ২৬ জানুয়ারী, ২০১৯ ১৭:৪৮:৪১

দক্ষিণ আফ্রকার বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাসে দ্রুততম হাজার রানের রেকর্ড করলেন ইনজামামের ভাতিজা পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। সেঞ্চুরিয়ানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে এই রেকর্ড করেন ইমাম। ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড এই রেকর্ড করেন তিনি। সেঞ্চুরিয়ানে প্রথমে ব্যাট করতে নেমে ৩১৮ রানের টার্গেট দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৩ রানে হেরে গেছে পাকিস্তান। পাকিস্তান হারলেও রেকর্ড গড়েছেন ইমাম-উল-হক। এই ম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসের হিসেবে দ্বিতীয় দ্রুততম ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এদিন ১০১ রান করার পথে দ্রুততম ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ইমজামাম-উল-হকের এই ভাতিজা। তিনি ২১ ইনিংসে ৫ সেঞ্চুরির সাহায্যে প্রায় ৬০ গড়ে ১০১১ রান করেন। রেকর্ডের পাশাপাশি সমালোচনার জবাবটা ভালোই দিয়েছেন ইমাম-উল-হক। এর আগে এক ইনিংস কম খেলে দ্রুততম হাজার রানের মাইলফলকের রেকর্ড করেন তারই সতীর্থ ফখর জামান। তৃতীয় দ্রুততম মাইলফলকেও নাম রয়েছে আরেক পাকিস্তানির তারকা বাবার আজমের। তিনি ২১ ইনিংসে হাজার রান পূর্ণ করেন। এই তালিকায় আরো রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, ইংলিশ তারকা কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও দক্ষিণ আফ্রিকার ডি কক।

মন্তব্য ( ০)





  • company_logo