• খেলাধুলা

‘আমার বিশ্বাস বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে’

  • খেলাধুলা
  • ২৭ জানুয়ারী, ২০১৯ ১৪:১৪:১১

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আর বাকি আছে ৪ মাস। কে হবে চ্যাম্পিয়ন? ইতোমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের প্রায় ১ বছর আগে হঠাতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এর আগের আসরে ডি ভিলিয়ার্সের অধিনায়কত্বে অধরা শিরোপার কাছাকাছি গিয়ে হেরে যায় প্রোটিয়ারা। সেমি-ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ১ বল আগে হেরে যায়। সেদিন ডি ভিলিয়ার্সের চোখে পানি দেখেছিল ক্রিকেটবিশ্ব। আসন্ন বিশ্বকাপে থাকছেন না ডি ভিলিয়ার্স। তবে বিশ্বাস করেন, ২০১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের দাবিদার তাঁর দেশ দক্ষিণ আফ্রিকা। বিপিএল খেলতে চট্টগ্রামে থাকা ডি ভিলিয়ার্স সাংবাদিকদের সাথে কথোপকথনে বিশ্বকাপ প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার এবারের দলটা বেশ ভালো। আসলে বিশ্বকাপে সবাই ভালো। সবারই সুযোগ থাকবে ট্রফি জেতার। আর আমিও কৌতূহল নিয়ে দেখব টুর্নামেন্টটা। কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে। দলে দারুণ একটা ভারসাম্য তৈরি হয়েছে। আমি তো অবশ্যই আশা করব- এবার দক্ষিণ আফ্রিকাই বিশ্বকাপ জিতবে।’ এদিকে গত ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। টাইগারদের এবার স্বপ্ন আরও বড়। ডি ভিলিয়ার্সের বিশ্বাস, বিশ্বকাপে ভালো করবে টাইগাররা। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ডি ভিলিয়ার্স বলেন,‘নিশ্চিত করে বলতে পারব না। কারণ খুব কাছ থেকে তাদের বেশি সময় দেখা হয়নি। তবে দলটিতে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা অনেকদিন ধরেই খেলছে। তারা এখন দলকে জেতাতে পারছে। আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কি-না। বাংলাদেশ আস্তে আস্তে ভালো দল হয়ে উঠছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে।’

মন্তব্য ( ০)





  • company_logo