• খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের

  • খেলাধুলা
  • ২৭ জানুয়ারী, ২০১৯ ২০:১১:৪৯

সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিপক্ষে দুর্দান্ত জয়ে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করেছে বাংলাদেশের যুবারা। দু’দলের মধ্যকার একমাত্র যুব টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংলিশদের আজ ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। স্বাগতিক দুই বোলার তানজীম হাসান সাকিব ও শামিম হোসেনের বোলিং তোপে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পঞ্চম উইকেট জুটিতে জর্জ হিল ও লুইস গোল্ডসোয়ার্থির ব্যাটে চাপ সামলে আবারও লড়াইয়ে ফিরে ইংলিশ যুবারা। দুজনের মধ্যকার ৪৬ রানের জুটইয়, এক পর্যায়ে ইংলিশদের লড়াকু পুঁজি সংগ্রহের আশা দেখায়। তবে প্রতিপক্ষের এ স্বপ্ন সফল হতে দেননি স্বাগতিক বোলাররা। ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে এসে জর্জকে সাজঘরে ফিরিয়ে সফরকারীদের এ স্বপ্নে বাধ সাজেন রাকিবুল হাসান। আউট হওয়ার আগে ইংলিশদের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন জর্জ। ৩ চার ও ১ ছক্কায় এ রান সংগ্রহ করেন তিনি। তাকে আউট করার পর ১৭ রান করা লুইস মৃত্যুঞ্জয় চৌধুরীর ফাঁদে পড়ে বিদায় নিলে বড় সংগ্রহের পথ থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত লোয়ার-অর্ডারের ব্যাটসম্যানদের ছোট্ট-ছোট্ট অবদানে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২০ রান যোগ করতে সক্ষম হয় দলটি। বাংলাদেশি যুবাদের মধ্যে নিজের ৪ ওভার থেকে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন তানজীম। তাছাড়া শামিম, রাকিবুল ও মৃত্যুঞ্জয় প্রত্যেকেই লাভ করেন ১টি করে উইকেট। ইংলিশদের দেওয়া ১২১ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও মাহমুদুল হাসানে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করে স্বাগতিকরা। ৪ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৮ রান করে তানজিদ ফিরে গেলে মাহমুদুলের সাথে যোগ দেন পারভেজ হোসেন। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৪৬ রান যোগ করে দলের জয়ের পথ গড়ে দেন। অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতে মাহমুদুল আউট হলে ভাঙ্গে দুজনার মধ্যকার জুটিটি। এরপর জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন ৩৩ রান করা পারভেজও। তবে আউট হওয়ার আগে কাজের কাজটি ঠিকই করে দিয়ে যান তিনি। এ দুজনের আউটের পর চতুর্থ উইকেট জুটিতে অসমাপ্ত কাজটুকু সম্পন্ন করেন অধিনায়ক আকবর আলি ও শামীম হোসেন। ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত শামীম ৬ ও আকবর ৮ রানে অপরাজিত থাকেন। সংক্ষিপ্ত স্কোরকার্ড- ইংল্যান্ড অ.১৯ দল: ১২০/৮ (২০ ওভার) জর্জ ৩৪, লুইস ১৭; তামজীম ৪-০-৩০-৪। বাংলাদেশ অ.১৯ দল: ১২৩/৩ (১৮.৫ ওভার) মাহমুদুল ৪৪, পারভেজ ৩৩, তানজিদ ২৮; জর্জ ১.৫-০-১৩-২। ম্যাচসেরা- তানজীম (বাংলাদেশ)।

মন্তব্য ( ০)





  • company_logo