• খেলাধুলা

বিপিএলে আজ মাঠে নামছে যারা

  • খেলাধুলা
  • ২৮ জানুয়ারী, ২০১৯ ১২:০৯:৩৯

একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের লিগ পর্বের ম্যাচ। সোমবার (২৮ জানুয়ারি) দিনের দুটি ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়েছে ৫টি ম্যাচে, হেরেছে ৩টিতে। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চতুর্থ। অন্যদিকে ১০টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত খুলনা টাইটান্স মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে, হেরেছে বাকি ৮টি ম্যাচেই। দলটির অবস্থান পয়েন্ট টেবিলের সপ্তম স্থান অর্থাৎ তলানিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শেষ চারে ওঠার সুযোগ বেশ ভালোভাবে থাকলেও হারের বৃত্তে থাকা খুলনা টাইটান্সের সেই সুযোগ নেই। একনজরে ম্যাচের সম্ভাব্য একাদশ- কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ। খুলনা টাইটান্স: ব্রেন্ডন টেলর, জুনায়েদ সিদ্দিকী, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনাইদ খান, শুভাশীষ রায়। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। আগের ম্যাচের মত এই ম্যাচের ভেন্যুও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ঢাকা ডায়নামাইটস জয় পেয়েছে ৫টি ম্যাচে, হেরেছে ৩টি ম্যাচ। দলটির অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৯টি ম্যাচ খেলা রংপুর রাইডার্স এখন পর্যন্ত জিতেছে ৫টি ম্যাচ, তবে ৪টি ম্যাচে হেরেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। পয়েন্ট টেবিলের ঢাকা ডায়নামাইটসের ঠিক পরেই অবস্থান দলটির। শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে দুই দলই। একনজরে ম্যাচের সম্ভাব্য একাদশ- ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাজাই, সুনীল নারাইন, রনি তালুকদার, ডারউইশ রাসুলি, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম, রুবেল হোসেন, মোহর শেখ। রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।

মন্তব্য ( ০)





  • company_logo