• খেলাধুলা

এশিয়ান কাপের ফাইনালে জাপান-কাতার

  • খেলাধুলা
  • ৩০ জানুয়ারী, ২০১৯ ১০:৩৫:০৫

আগুনে ফর্মে থাকা ইরানকে ৩-০ গোলে হারিয়ে জাপানের ফাইনালে ওঠাকে ঠিক চমক বলা যাবে না। এশিয়ান কাপে চারবারের চ্যাম্পিয়ন জাপান। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আসল চমকটা দেখাল কাতার। এশিয়ান কাপে এটাই তাদের প্রথম ফাইনাল। খবর এএফপির। শুক্রবার ফাইনালে ইতিহাস গড়ার মিশনে জাপানের মুখোমুখি হবে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটি। ফাইনাল দূরে থাক, এর আগে এশিয়ান কাপের সেমিতেও কখনও পা রাখতে পারেনি কাতার। এবার কোয়ার্টার ফাইনালে ফেভারিট দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেই গেরো খোলার পর কাল সেমিফাইনালে আরও বিধ্বংসীরূপে দেখা গেল কাতারকে। আবারও চেলসি-ম্যানইউ এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে চেলসির। সোমবার ড্রয়ের পর জানা গেল এমন তথ্য। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি গতবারের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানইউর। সেবার চেলসির কাছে হেরে যায় ম্যানইউ। চেলসি রোববার শেফিল্ড ওয়েডনেসডেকে ৩-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড।

মন্তব্য ( ০)





  • company_logo