• খেলাধুলা

কোহলি-অনুষ্কাদের নিয়ে ক্ষুব্ধ বোর্ড

  • খেলাধুলা
  • ০৫ ফেব্রুয়ারী, ২০১৯ ১৭:২০:২৪

কোহলির সঙ্গে অনুষ্কা, ধবনের সঙ্গে স্ত্রী আয়েষা কিংবা পুত্র জোরোভার! ধোনি খেললেই যেমন ভিআইপি গ্যালারিতে দেখা যায় স্ত্রী অনুষ্কাকে। বিদেশে সফরের সময়ে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানদের দেখতে পাওয়া বিচিত্র ঘটনা নয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলার মাঝে প্রায়ই বিরাট-অনুষ্কার প্রেমের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাঝে স্ত্রীদের থাকা নিয়ে বোর্ডের সাময়িক আপত্তি থাকলেও তা বেশিদিন ধোপে টেকেনি। সুযোগ পেয়েই কান্নার দমক, ধোনিকে ‘স্যর’ বলে অস্বস্তিতে পড়েছিলেন আজকের তারকা ক্রিকেটার তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানদের ম্যানেজ করা মুশকিল হয়ে পড়ছে, এমনই মত উঠে আসছে বোর্ডের অন্দরমহলে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় জাতীয় দলের ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে পরিবহনের সময়ে বিস্তর সমস্যায় পড়তে হয়েছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ ছাড়াও শুধু পরিবারের সদস্য সংখ্যা ৪০-এর কাছাকাছি। দেখা গিয়েছে, দু’-দু’টো বাস ভাড়া করার পরেও প্রত্যেককে নিয়ে যেতে সমস্যা হয়েছে। সূত্রের খবর, বোর্ডের তরফে নির্দেশ ছিল সফরের প্রথম দশদিন পরে পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা। বোর্ডের নির্দেশিকায় নির্দিষ্ট ‘ফ্যামিলি-পিরিয়ড’ও রয়েছে, যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার গাইডলাইন রয়েছে। প্রতিটি সফর অনুযায়ী যদিও পরিবর্তন হয় এই নির্দেশিকায়। ক্রিকেটারদের পরিবার সফরকারী ক্রিকেটারদের সঙ্গে থাকলে অতিরিক্ত খরচ অবশ্য করতে হয় না বোর্ডকে। কারণ, নিজেদের পরিবারের ভরণ-পোষনের ভার ক্রিকেটাররাই নিয়ে থাকেন। তবে সমস্যা পুরোটাই আয়োজন সংক্রান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সম্প্রতি একটি প্রচারমাধ্যমে মুখ খুলে বলেছেন, ‘‘যদি টিম সীমিত সংখ্যক সদস্য নিয়ে বিদেশ সফরে থাকে, তখন তা আয়োজন করতে সমস্যা হয় না। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য ফ্লাইটের প্রি-বুকিং, হোটেলের রুমের বন্দোবস্ত করা— আনুসঙ্গিক সমস্ত কিছুই বোর্ডের সামলাতে সুবিধা হয়। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরের মতো বিশ্বকাপ জুড়েও যদি ক্রিকেটারদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যায়, তাহলে বোর্ডের পক্ষে সামলানো দুষ্কর হতে চলেছে।’ জানা গিয়েছে, ক্রিকেটারদের ক্রমবর্ধমান পরিবারের সদস্য সংখ্যা নিয়ে মোটেও খুশি নয় বোর্ড। দলে নিয়মিত নন, এমনও অনেক ক্রিকেটার তাঁদের ‘এক্সটেন্ডেড’ পরিবারের সঙ্গে দু’সপ্তাহেরও বেশি কাটিয়েছেন সফরের মাঝে। এতেই ক্ষুব্ধ বোর্ড। এক কর্তা জানিয়েছেন, ‘অর্থের সমস্যা নয় এটা।’

মন্তব্য ( ০)





  • company_logo