• খেলাধুলা

নিউজিল্যান্ড সফরে জয়ের ব্যাপারে আশাবাদী মুশফিক

  • খেলাধুলা
  • ০৫ ফেব্রুয়ারী, ২০১৯ ১৮:১০:৩৮

দুই বছর পর আবারো নিউজিল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ দল। আগের বার ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে কোনো ফরম্যাটে জয় না নিয়েই ফিরতে হয়েছিল বাংলাদেশকে। তবে এবার জয়ের ব্যাপারে আশাবাদী মুশফিক। বিপিএলের এবারের আসরটা ব্যাট হাতে দারুণ কেটেছে মুশফিকেত। ১৩ ম্যাচে করেছেন ৪২৬। ১৩৯.২১ স্ট্রাইক রেটে করেছেন তিনটি হাফ সেঞ্চুরি। বিপিএলের কারণেই নিউজিল্যান্ড সফরের আগে আলাদা প্রস্তুতির সুযোগ পাচ্ছে না দল। বিপিএলে টানা খেলার পর আলাদা প্রস্তুতির কিছু অবশ্য দেখছেনও না মুশফিক। তিনি বলেন, “এখন প্রস্তুতির কিছু নেই। যে কয়দিন সময় আছে একটু বিশ্রাম নিতে হবে। এরপর যেতে হবে।” ২০১৬-২০১৭ সালের সফরে বাংলাদেশ ভালো খেললেও জয়ের দেখা পেয়েছিল না। সেই আক্ষেপ ঝরলো মুশফিকের কণ্ঠেও, “নিউজিল্যান্ড সফরে অবশ্যই জেতার সম্ভাবনা রয়েছে। আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন দুটি ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরেছিলাম, যা আমাদের জেতা উচিত ছিল। সেখানে আমরা আরেকটু ভালো খেলতে পারলেই হয়ে যেত।” বিশ্বকাপের আগের দেশের বাইরে খেলাটা বিশ্বকাপ প্রস্তুতির বড় সুযোগ বলেও মনে করেন তিনি, “নিউজিল্যান্ড সফর বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সেদিক থেকে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।” তবে সেখানে জয় পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সেটাও জানেন মুশফিক। বাংলাদেশ দল ভালো খেলবে এটাই ধারণা মুশফিকের, “নিউজিল্যান্ড সফর অনেক কঠিন হবে। সেখানে সম্প্রতি ওয়ানডে সিরিজ ভারত জিতেছে কিন্তু তারা ভালো লড়াই করেছে। আমাদেরও যে দল যাবে ভালো করবে।” আগামীকাল (বুধবার) প্রথম ধাপে নিউজিল্যান্ড যাওয়ার কথা বাংলাদেশ দলের কিছু খেলোয়াড়ের। বাকিরা যাবেন বিপিএল শেষ করে সামনের রবিবারে।

মন্তব্য ( ০)





  • company_logo