• খেলাধুলা

বর্ণবাদের ভয়াল ছোবলে সালাহ

  • খেলাধুলা
  • ০৭ ফেব্রুয়ারী, ২০১৯ ০৯:১০:২৫

চলতি মৌসুমে মাঠে দর্শকদের একের পর এক বর্ণবাদী আচরণে কলঙ্কিত হচ্ছে ইংলিশ ফুটবল। সবশেষ বর্ণবাদী আচরণের শিকার হলেন লিভারপুলের মিশরি ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সোমবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে বিতর্কিত গোলে প্রথমে লিড নেয় লিভারপুল। ১-১ গোলের ড্রয়ে ম্যাচ শেষ হয়। আর মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, কর্নার কিক নেয়ার সময় সালাহকে মুসলিমবিদ্বেষী গালি দেন ওয়েস্টহ্যাম সমর্থকরা। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ওয়েস্টহ্যাম ক্লাব কর্তৃপক্ষ। গত বছরের ডিসেম্বরে আর্সেনাল স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের দিকে কলার খোসা ছুঁড়ে মারার ঘটনায় আজীবন নিষিদ্ধ হন টটেনহ্যাম সমর্থক। এর রেশ কাটতে না কাটতেই চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বর্ণবাদী আচরণের শিকার হন ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং। পরে চেলসির ৪ সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। আর গত মাসেই এফএ কাপ ম্যাচে এভারটন সমর্থকদের উদ্দেশ্য করে মিলওয়াল সমর্থকদের বর্ণবাদী গান গাওয়ার অভিযোগে তদন্ত শুরু করে ইংলিশ ফুটবল এসোসিয়েশন ও পুলিশ। ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে জেমস মিলনারের পাসে লিভারপুলকে লিড এনে দেন সাদিও মানে। তবে অ্যাসিস্ট করার আগে বল পাওয়ার মুহূর্তে মিলনার পরিষ্কার অফসাইডে থাকলেও তা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। এর ৬ মিনিট পরেই সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। আর টানা দুই ম্যাচ ড্র করে প্রিমিয়ার লীগের শিরোপা দৌড়ে বড় ধাক্কা খায় শীর্ষে থাকা লিভারপুল। আগামী শনিবার পরবর্তী ম্যাচে বোর্নমাউথের মুখোমুখি হবে অল রেডরা। এই মৌসুমে লিভারপুলের জার্সিতে ৩৩ ম্যাচে ১৯ গোল করেন গতবারের বর্ষসেরা খেলোয়াড় সালাহ।

মন্তব্য ( ০)





  • company_logo