• খেলাধুলা

উদ্ধার হওয়া মরদেহটি সালার

  • খেলাধুলা
  • ০৮ ফেব্রুয়ারী, ২০১৯ ১৫:১৬:৪৩

ইংলিশ চ্যানেলের সমুদ্রের তলদেশে পাওয়া বিমানের ধ্বংসাবশেষের মধ্যে যে মরদেহটি পাওয়া গিয়েছিল সেটি আর্জেন্টাইন পেশাদার ফুটবলার এমিলিয়ানো সালার। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে ডরসেট পুলিশ এমনটাই জানায়। তবে এখনো বিমানের পাইলট ডেভিড ইবটসনের ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বুধবার (০৬ ফেব্রুয়ারি) সালাকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া প্রাইভেট প্লেনের উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করা হলেও পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। ডরসেট পুলিশের একজন মুখপাত্র জানান, মরদেহ বৃহস্পতিবার পোর্টল্যান্ড পোর্টে আনা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন যে লাশটি নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলার সালার। সালা এবং পাইলট ডেভিড ইবটসনের পরিবারকে ইতোমধ্যেই এ বিষয়ে অবিহিত করা হয়েছে। ডোরসেট পুলিশের সহায়তায় সালার মৃত্যুর আনুসঙ্গিক কারণগুলো জানার চেষ্টা করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। গত ২১ জানুয়ারি ফরাসি ক্লাব নতেঁ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল কার্ডিফ সিটিতে যোগ দিতে ইংল্যান্ডে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয়েছিল আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে বহনকারী বিমান। তিনদিন অনুসন্ধানের পর কর্তৃপক্ষ হাল ছেড়ে দেওয়ায় মাঝে বন্ধ হয়ে গিয়েছিল নিখোঁজ সেই বিমানের উদ্ধার অভিযান। এরপর ব্যক্তি উদ্যোগে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তহবিল সংগ্রহ শুরু করে সালার পরিবার। পরে প্রায় দুই সপ্তাহ খোঁজ করার পর অবশেষে ফ্রান্সের কাছাকাছি ইংলিশ চ্যানেলের একটি দ্বীপে সালা ও তার পাইলট ডেভিড ইবোটসনকে নিয়ে নিখোঁজ হওয়া সেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। টানা তিনদিন খোঁজাখুজির পরও সালা কিংবা বিমানের সন্ধান না পেয়ে ২৪ জানুয়ারি উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে গুয়ের্নসি হারবর মাস্টার ক্যাপ্টেন ডেভিড বেকার। চারদিন পর অর্থাৎ ২৮ জানুয়ারি তহবিল গঠন করে বেসরকারিভাবে পুনরায় উদ্ধারকাজ চালু করে সালার পরিবার। এরপর ৩ ফেব্রুয়ারি চ্যানেলের তলদেশে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল।

মন্তব্য ( ০)





  • company_logo