• লাইফস্টাইল

রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী বেকার'স ফেস্টিভ্যাল সিজন-২

  • লাইফস্টাইল
  • ০৯ ফেব্রুয়ারী, ২০১৯ ০০:০৯:২৯

দেশের জনপ্রিয় হোম বেকারদের অংশগ্রহণে বিডি বেকারসের তত্ত্বাবধানে বেকার'স–সিজন ২ ফেস্টিভ্যাল ২০১৯ আয়োজন করা হয়েছে। শুক্রবার ধানমন্ডির মাইডাস সেন্টারে দুইদিনব্যাপী বেকিং মেলার উদ্বোধন হয়েছে। মেলায় হোম মেইড কেক, ডেজার্ট ও অন্যান্য বেকিং খাবার প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা থাকছে। মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে। বেকারস ফেস্টিভ্যাল–সিজন ২ উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেকিং বিষয়ক ম্যাগাজিন 'Bangladeshi Bakers' প্রকাশ করা হয়। দেশের জনপ্রিয় কাস্টোমাইজড কেক মেকারদের তৈরি কেক নিয়ে একটি মিনি প্রদর্শনীর ব্যবস্থাও ছিল দর্শনার্থীদের জন্য। বেকিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানও তাদের পসরা নিয়ে ছিল একই ছাদের তলায়। বেকিং মেলার এই উদ্যোগের আয়োজক হিসেবে ছিলেন পুনিজ কিচেনের দুই কর্ণধার উম্মে আকলিমা আলম (আনিকা) ও আবু হেনা মোস্তফা কামাল (রুমি), মাদার’স ড্রিম বেকারির কর্ণধার সুরাইয়া মান্নান এবং ডক্টর’স বেকের দুই কর্ণধার ডা. শাহীন আকতার (হ্যাপি) ও ডা. জাহিদুর রশীদ সুমন।

মন্তব্য ( ০)





  • company_logo