• বিনোদন

শুভ জন্মদিন অমৃতা

  • বিনোদন
  • ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩৮:৪৭

আজ ২৪ ডিসেম্বর চিত্রনায়িকা অমৃতা খানের জন্মদিন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন বলে সিএনআই'কে জানান। বিকালে ঢাকার আসুলিয়ার একটি শিশু কেন্দ্রের কিছু সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি শিশুদের কেক এবং নানা রকম খাবার, খেলনাও উপহার দি‌বেন বলে জানালেন এ চিত্রনায়িকা। যশোর জেলায় জন্মগ্রহণ করা অমৃতা খান নৃত্য দিয়ে মিডিয়ায় পদার্পণ করেন। মাত্র ৩ বছর বয়সেই মঞ্চে নাচে অংশ নিয়েছিলেন অমৃতা। তবে তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন। ২০০২ সাল থেকে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। প্রথম বিজ্ঞাপন আফজাল হোসেন নির্মিত ‘অ্যারামিট স্যান্ডেল’। এ পর্যন্ত তিনি প্রায় ডজনখানেক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রাণ মি. নুডলস, চন্দন হেয়ার রিমুভার, চন্দন ক্রিম, স্পেলিং বি, পাওয়ার ভয়েস, ব্ল্যাক টাইগার, নাইমা গ্র্যান্ড প্যালেস প্রভৃতি। অমৃতা খান অভিনীত প্রথম ছবি ‘গেইম’ মুক্তি পায় ২০১৫ সালে। প্রথম ছবি মুক্তির পরপরই বেশ আলোচনায় আসেন এ নায়িকা। এরপর একে একে ‘গুন্ডা দ্য টেরোরিষ্ট’, ‘পাগলা দিওয়ানা’ ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হন তিনি। তিনি কাজ করেছেন ‘টার্গেট’ ও ‘ময়না পাখির সংসার’ নামে আরো দুটো চলচ্চিত্রে। এর মধ্যে ‘টার্গেট’ ও ‘ময়না পাখির সংসার’ ছবির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান অমৃতা খান। লেখাপড়ার কারণে কিছু দিনের জন্য বিরতিতে গিয়েছিলেন অমৃতা। গেল ৫ আগস্ট আবার চলচ্চিত্রের শুটিংয়ে ফিরেছেন তিনি। অভিনয় করছেন ‘ও মাই লাভ’ নামের একটি চলচ্চিত্রে। আবুল কালাম আজাদ পরিচালিত ছবিটিতে অমৃতার নায়ক হিসেবে রয়েছেন কলকাতার ঋদ্ধিস। এরই মধ্যে অারেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রয়েল খান পরিচালিত ‘সমসাময়িক’ ছবির কাজ শুরু হবে শিগগিরই। জন্মদিন প্রসঙ্গে সিএনআই'কে অমৃতা খান বলেন, ‘চব্বিশ তারিখ আসলেই মনে হয় একটি বছর আমার জীবন থেকে হারিয়ে গেলো। একটি বছরের সাথে অনেক সুখময় স্মৃতি থাকে, যেগুলো আমি অনেক মিস করি। সবার ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। সবার ভালোবাসা, দোয়া এবং সমর্থনে আমি আজ এই অবস্থানে। আমি চাই সবাই আমাকে সাপোর্ট করে যাক, ভালোবেসে যাক।'

মন্তব্য ( ০)





  • company_logo