• খেলাধুলা

বিশ্বকাপ পর্যন্ত খেলা নিয়ে সমঝোতা করবো না: মাশরাফি

  • খেলাধুলা
  • ০১ জানুয়ারী, ২০১৯ ১৫:৩৬:১৯

নড়াইলের উন্নয়নে সরকার থেকে যে অনুদান আসবে তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার পর সোমবার (৩১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে এই আশ্বাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের উন্নয়নে তরুণদের প্রাধান্য দিয়ে, তাদের নিয়েই পরিকল্পনা করবেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো রকম সমঝোতা করবেন না বলেও জানান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। এ সময় মাশরাফি বলেন, ‘১শ বছরের নারীও ভোট দিয়েছেন। সুতরাং এই গুরুদায়িত্বটুকু আমি বুঝতে পারছি। আমি অবশ্যই প্রতিদান দেয়ার চেষ্টা করবো। আমি ব্যক্তিগত ভাবে মনে করি স্বাস্থ্য শিক্ষা ও রাস্তাঘাটের যে অবস্থা এগুলো নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে। নড়াইলের জন্যে সরকার যে বরাদ্দ দেবে সেগুলোর সঠিক ব্যবহার করতে হবে। বিশ্বকাপ পর্যন্ত খেলা নিয়ে কোনো সমঝোতা করবো না।’

মন্তব্য ( ০)





  • company_logo