• খেলাধুলা

বিপিএল খেলতে ঢাকায় হেলস-রুশো

  • খেলাধুলা
  • ০৩ জানুয়ারী, ২০১৯ ১৫:৪৪:০৬

শনিবার (৫ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। বিপিএল মাতাতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ হার্ডহিটার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও প্রোটিয়া তারকা রিলে রুশো। এবারের আসরে একই দলের হয়ে খেলবেন এই দু'জন তারকা ক্রিকেটার। দুজনই রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা তাদের। বিপিএলকে সামনে রেখে প্রধান কোচ টম মুডির অধীনে অনুশীলন শুরু করেছে রংপুর। উদ্বোধনী দিনে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির রংপুর। এবারও শিরোপা নিজেদের ঘরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সেই লক্ষ্য নিয়ে এবার শক্তিশালী দল করেছে দলটি। এর জন্যই রুশো ও হেলসের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন রাইডার্সরা। এবার রংপুরের হয়ে বিপিএল মাতাবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এছাড়া ক্রিস গেইল, রবি বোপারার মতো ক্রিকেটারদের উপস্থিতি দলটির ব্যাটিং পজিশনটা শক্তিশালী করেছে। রংপুর রাইডার্স স্কোয়াড দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মেহেদি মারুফ, ফারদিন হোসেন, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী। বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, অ্যালেক্স হেলস, রিলে রুশো, শেন উইলিয়ামস, বেনি হাওয়েল ও শেলডন কটরেল।

মন্তব্য ( ০)





  • company_logo