• খেলাধুলা

মাশরাফিতে আস্থা টম মুডির

  • খেলাধুলা
  • ০৪ জানুয়ারী, ২০১৯ ১০:১৩:২২

বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেশি-বিদেশি ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে। মাঠে নামার আগে নিজেদের তৈরি করে নিচ্ছেন ক্রিকেটাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের খেলোয়াড়দের নিয়ে গতকাল মিরপুরে ব্যস্ত সময় কাটান কোচ টম মুডি। এই অস্ট্রেলিয়ান কোচের অধীনে গত আসরে শিরোপা ঘরে তুলেছে রংপুর। এবার শিরোপা ধরে রাখার মিশন তাদের। রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আবার মাঠে ফিরেছেন মাশরাফি। টম মুডির বিশ্বাস, ক্রিকেটে পূর্ণ মনোযোগ থাকবে এই কাপ্তানের। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন মুডি। তিনি জানান, সংসদ সদস্য হলেও মাশরাফি ক্রিকেট দলেরও সদস্য। গত কয়েক সপ্তাহ তার জীবনের রোমাঞ্চকর এক অধ্যায় ছিল। তাকে আমরা অভিনন্দন জানাই। খেলা শুরু হলে মাশরাফি নিজেকে উজাড় করে দিয়ে খেলতে মুখিয়ে থাকবেন বলেও মনে করেন মুডি। এবারের বিপিএলে রংপুর দলে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। দলে আছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও ডি ভিলিয়ার্সের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের আলো ছড়ানো ব্যাটসম্যান। শক্তিশালী ব্যাটিং লাইনআপেই শিরোপার স্বপ্ন দেখছে রংপুর। ডি ভিলিয়ার্সের সঙ্গে এই প্রথমবারের মতো কাজ করছেন কোচ টম মুডি। তবে কোনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভর থাকতে চান না তিনি। মুডি জানান, টুর্নামেন্ট জিততে দলীয় পারফরম্যান্সই সহায়তা করবে। আমরা স্থানীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের সবার ওপর নির্ভর করছি। সুযোগের সদ্ব্যবহার করতে পারেন খেলোয়াড়রা। একজন খেলোয়াড় ম্যাচে প্রভাব ফেলতে পারেন, সময় সময় জয় এনে দিতে পারেন। দলীয় প্রচেষ্টা চ্যাম্পিয়নশিপ জেতাতে পারে। আগে গেইল ও হেলসের সঙ্গে কাজ করেছেন মুডি। এবার ডি ভিলিয়ার্সের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন এই অস্ট্রেলিয়ান। ডি ভিলিয়ার্স দলের জন্য অন্যরকম সংযোজন। টি-টোয়েন্টি ক্রিকেটে এই তারকা বিশ্বমানের। মুডি জানান, প্রতিপক্ষের জন্য ডি ভিলিয়ার্স খুবই ‘বিপজ্জনক’ হতে পারেন। তবে একজনের দিকেই ফোকাস দিচ্ছে না দল। দলে থাকা সব খেলোয়াড়রাই গুরুত্বপূর্ণ। গত আসরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল রংপুরকে। সেই চ্যালেঞ্জ জয় করে শিরোপা ঘরে তুলেছে তারা। এবার নতুন করে দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিটি। এবারও সাফল্য পাওয়ার আশায় রংপুর। আগামীকাল বিপিএলের উদ্বোধনী দিন রংপুর খেলবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে।

মন্তব্য ( ০)





  • company_logo