• বিনোদন

“পোশাক খুললেই সাহসী হয় না”

  • বিনোদন
  • ০৮ জানুয়ারী, ২০১৯ ২০:২৫:৪৩

কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জী। এই অভিনেত্রীর বাস্তব জীবন ও অভিনয় জীবন দুটোই রসায়নে ভরপুর। তিনি সব সময় কোনো না কোনো কারণে আলোচনায় থাকেন। কখনো অভিনয়ে আলোচিত হয়েছেন, কখনো কথা-বার্তার কারণে অথবা সামজিক যোগাযোগ মাধ্যমে আবেদনময়ী ছবি প্রকাশ করে। এই অভিনেত্রী আবারো খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি ভারতীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাতকারে প্রশ্ন করা হয় ‘আপনি জীবনে প্রচুর যন্ত্রণা লড়াইয়ের মধ্যে দিয়ে গেছেন...’ জবাবে তিনি বলেন, হ্যাঁ, তবে আমার পরিবার আমাকে রক্ষা করেছে। আর গুটিকয়েক বন্ধু আছে আমার যাদের কাছ থেকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ পাই, ‘তুই ঠিক আছিস? আর কী? আজ একটু বাবার কথা বলি। যখন অভিনেত্রী হব ঠিক করলাম আমার বাবা সন্তু মুখোপাধ্যায় একটা কথাই বলেছিল “নাচতে নেমে যদি ঘোমটা টানতে থাকো, তবে নাচতে নেবই না।’’ বুঝতেই পারছেন কতখানি সাপোর্ট এটা। এ সময় নিজের সংসার নিয়ে তিনি বলেন, সংসারের আগে প্রেম। আমার না বাকি সব ঠিক আছে। ওই প্রেমের জায়গাটা ঘাঁটা। এখন একটা মানসিক জায়গায় চলে এসেছি। যে কারনে আমার প্রেম হবে না। আসলে অভিনেত্রীদের জীবনে অনেক জ্বালা! জ্বালাটা কি? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, সে যদি খুব নম্র হয়, যা বলছে সব শুনবো, লোকে ভাববে সে খুব ‘ইজিলি অ্যাভেলেবল’। আবার অভিনেত্রী যদি ভাবে সে নিজের মতো করে জীবন তৈরি করবে। সাফ কথা বলবে। সেটাও সমস্যা। আমি যে ধরনের ছবি করেছি সেগুলো শুধু আমি পিঠ দেখিয়েছি বা ব্লাউজ খুলেছি, ব্রা পরে দাঁড়িয়েছি বলেই সাংঘাতিক সাহস দেখিয়েছি তা নয়। চরিত্রগুলো করার মধ্যেও এক ধরনের সাহসিকতা আছে। তিনি বলেন, সেখানে আমি চরিত্র হিসেবে বলছি, “আমার স্বামী যদি আমার শরীরের খিদে না মেটাতে পারে আমি অন্য পুরুষের কাছে যাব”। ছবিতে একটা চরিত্রের এই কথা সমাজের সঙ্গে মেলে না। আমার সমস্ত ছবি আমি আমার বাবাকে দেখিয়েছি এবং বাবা কোনো দিন বলেনি এই দৃশ্য কেনো করলি? ওকে কেনো চুমু খেলি? প্যান্টি কেন দেখা গেল? তার পরে যদি মানুষের মনে হয় ওর আগের প্রেমিকের সঙ্গেও আবার অভিনয় করছো কেনো? সেটা তাদের সমস্যা। আমার বাবার কথা আমার কাছে শেষ কথা। এ অভিনেত্রী ১৯৯৮ সালে ১৮ বছর বয়সে তিনি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের বিবাহিত জীবনে সুখ ছিলো না। তাদের দম্পতি জীবন পৃথক হওয়ার আগে মাত্র দুই বছর স্থায়ী ছিল। তার বিবাহিত জীবন থেকে এক মেয়ে অন্বেষা ২০০০ সালে জন্মগ্রহণ করেন। এরপর অভিনেতা জিতের সঙ্গে সম্পর্কে জড়ান সে স্রেফ বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীতে অভিনেতা পরমব্রত চট্রোপাধ্যায়ের সঙ্গেও প্রেমে জড়িয়েছিল স্বস্তিকা।

মন্তব্য ( ০)





  • company_logo