• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ৭২ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ১২ জানুয়ারী, ২০১৯ ১৯:৪৬:০০

ঠাকুরগাঁওয়ে ৭২ঘণ্টায় শীতজনিত রোগে ৪ নবজাতকসহ ৬ শিশু মারা গেছে। সিভিল সার্জন খাইরুল কবির বলেন, তিনদিনে শীতজনীত রোগে ভর্তি হয়েছে সাড়ে তিনশ শিশু। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮০ জন ডায়রিয়া, ৯০ জন নিউমোনিয়াসহ ২৩ জন পেট ব্যথায় আক্রান্ত। আউটডোরে চিকিৎসা দেয়া হয়েছে আরো দেড় শতাধিক শিশুকে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে গরম কাপড় ব্যবহার, গরম খাবার খাওয়ানোর পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু রোগীদের সংখ্যা বাড়ছে।

মন্তব্য ( ০)





  • company_logo