• খেলাধুলা

মাত্র ১৫ বছর বয়সেই বিপিএলে অভিষেক হচ্ছে আফ্রিদির!

  • খেলাধুলা
  • ১৮ জানুয়ারী, ২০১৯ ১১:৫২:৫৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ষষ্ঠ আসরের সর্বশেষ পয়েন্ট টেবিলে পঞ্চমস্থানে আছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ৬ ম্যাচের ২টিতে জয় পেয়েছে তারা। তবে মাশরাফিদের শক্তি বাড়াতে বাংলাদেশ চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। রংপুরের জার্সিতে এবারের বিপিএল মাতাবেন তিনি। এদিকে রংপুরের শক্তি বাড়াতে একাদশে জায়গা পেতে যাচ্ছেন ১৫ বছর বয়সী তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি। বিপিএলে যেকোনো ম্যাচেই অভিষেক হতে পারে এই তরুণ লেগ স্পিনারের। বৃহস্পতিবার রংপুরের ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন প্রধান কোচ টম মুডি ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। অনুশীলনে দুর্দান্ত বোলিং করে সবাইকে চমকে দিয়েছে এই তরুণ লেগ স্পিনার। যার ফলে যেকোনো ম্যাচে তাকে একাদশে নিয়ে প্রতিপক্ষ দলকে চমকে দিবে রংপুর রাইডার্স। এদিকে নেট বোলার থেকে ঢাকা ডায়নামাইটসের একাদশে জায়গা পেয়েই দারুণ এক মাইলফলক গড়েছেন আলিস আল ইসলাম। রংপুরের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় হয়তো অভিষেক হবে আফ্রিদির।

মন্তব্য ( ০)





  • company_logo