• খেলাধুলা

জাতীয় হুইলচেয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা জায়ান্টস

  • খেলাধুলা
  • ১৮ জানুয়ারী, ২০১৯ ১৭:৫৭:৫০

২য় জাতীয় হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী ওয়ারিয়ার্সকে হারিয়ে শিরোপা জিতেছে ঢাকা জায়ান্টস। নির্ধারিত ১০ ওভারে ঢাকার করা ১১২ রানের জবাবে রাজশাহীর ইনিংস থামে ১০৭ রানে। ফলে ৫ রানে জয়ে চ্যাম্পিয়ন হয় মোহাম্মদ মহসিনের দল। ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত ক্লেমন ইন্দিরা রোড় ক্রিকেট একাডেমী মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টে টসে জিতে রাজশাহী ওয়ারিয়ার্স অধিনায়ক নূর নাহিয়ান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মো. মিঠুর উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। রামিমের বল ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান তিনি। তবে অধিনায়ক মোহাম্মদ মহসিন ও লিটন প্রাথমিক চাপ সামাল দেন। মহসিন ব্যক্তিগত ১৩ রান করে আউট হলেও অপর প্রান্তে লিটন ও নতুন ব্যাটসম্যান রবিনের ব্যাটে রানের চাকা সচল থাকে। লিটন ২৪ রানে ফিরে গেলেও রবিন শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ১০ ওভারে ১১২ রানে করে ঢাকা। রাজশাহীর পক্ষে স্বপন দেওয়ান ও রামিম শেখ ২ টি করে উইকেট অর্জন করেন। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে রাজশাহীর দুই ওপেনার। কিন্তু ব্যক্তিগত ৩০ রান করে রামিম আউট হয়ে গেলে চাপে পড়ে রাজশাহী। নাহিয়ানের ২৭, সাইফুল ২১ ও মমিনুল ১৩ রান করলেও জয়ের বন্দরে পৌছাতে পারেনি। রাজশাহী ওয়ারিয়ার্স, রংপুর সাইক্লোন, চিটাগাং রাইডার্স ও ঢাকা জায়ান্টস নামে চারটি বিভাগীয় দল অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে প্রথম ম্যাচে ঢাকা জায়ান্টস ৩৪ রানে রংপুর সাইক্লোনকে হারায়। এই ম্যাচে ৯১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ মহসিন। অন্যম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স ৭ উইকেটের জয় পায় চিটাগাং রাইডার্সের বিপক্ষে। ম্যাচসেরা রাজশাহী ওয়ারিয়ার্সের নূর নাহিয়ান। বিজয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে ম্যাচসেরা হয়েছেন ঢাকা জায়ান্টসের রবিন গেইন। টুর্নামেন্ট সেরা হয়েছেন চিটাগাং রাইডার্সের মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্ট শেষে চেঞ্জ মেকসের প্রতিষ্ঠাতা এড. তানভীর উল আলম, ইএমকে সেন্টারের পরিচালক নাভিদ আকবর, বাংলা একাডেমীর ডেপুটি পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, উন্মাদ ম্যাগাজিনের সহকারি সম্পাদক মোর্শেদ মিশু, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট কল্যাণ সমিতির উপদেষ্টা তৌহিদ হোসেন বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল পরিয়ে দেন।

মন্তব্য ( ০)





  • company_logo