• সমগ্র বাংলা

সুন্দরবনে তিন দিনের রাশ মেলা শুরু হচ্ছে কাল

  • সমগ্র বাংলা
  • ২০ নভেম্বর, ২০১৮ ১২:৪৮:৫৪

সুন্দরবনের দুবলার চরে কাল শুরু হচ্ছে রাশ মেলা। সনাতন ধর্মাবলম্বীদের পূণ্য স্নানের পাশাপাশি অনেক পর্যটকও আসেন মেলা দেখতে। অভিযোগ আছে, রাশমেলার সুযোগে বাঘ ও হরিণ শিকার করে একটি চক্র। তবে বন বিভাগ বলছে, এবার এসব অপতৎপরতা রোধে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনের শেষ প্রান্তে দুবলার চর। ভোরে পূর্ণিমার জোয়ারের পানিতে পাপ মোচনের আশায় এখানে পূণ্যস্নান করতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। এজন্য আয়োজন করা হয়ে থাকে রাশ মেলার। এবছর মেলা বসছে ২১ থেকে ২৩ নভেম্বর। উৎসবে যোগ দিতে এরইমধ্যে পূর্ণার্থীরা ছাড়াও ট্যুর অপারেটরদের বুকিং দিয়েছেন অনেক পর্যটক। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছরই রাশমেলার এসময়টায় পূণার্থী সেজে বনে ঢুকে বাঘ ও হরিণ শিকার করে চোরা শিকারীরা। এছাড়া আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুটির শিল্পের দোকানের কারণে ক্ষতিকর প্রভাব পড়ে বনের উপর। তবে বন বিভাগ বলছে, অপতৎপরতা রোধে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে ঠাঁকুর হরিচাঁদের অনুসারী হরিভাজন নামে এক সাধক শুরু করেছিলো এই রাশ মেলা।

মন্তব্য ( ০)





  • company_logo